ঢাকা | বঙ্গাব্দ

চট্টগ্রামে দাওয়াতে ইসলামীর ইজতিমা শুরু ৩০ এপ্রিল

  • আপলোড তারিখঃ 29-04-2025 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 177224 জন
চট্টগ্রামে দাওয়াতে ইসলামীর ইজতিমা শুরু ৩০ এপ্রিল ছবির ক্যাপশন: ফাইল ছবি
ad728

আমিনুল হক, নিজস্ব প্রতিনিধি:

চট্টগ্রামে দাওয়াতে ইসলামীর ‘ইজতিমা’ শুরু ৩০ এপ্রিল বুধবার, সকাল ১০ টা থেকে। চট্টগ্রাম, কর্ণফুলী, শিকলবাহা, ক্রসিং পাড়াবিলে আগামীকাল ৩০ এপ্রিল থেকে শুরু হচ্ছে চট্টগ্রাম বিভাগীয় তিন দিনের সুন্নাতে ভরা ইজতিমা।

কোরআন ও সুন্নাত প্রচারের বিশ্বব্যাপী অরাজনৈতিক দ্বীনী সংগঠন দাওয়াতে ইসলামীর উদ্যোগে আয়োজিত তিন দিনের এ ইজতিমা শেষ হবে ২ মে, জুময়ার নামাজ ও আখেরি মোনাজাতের মাধ্যমে।

বিভিন্ন জেলার লাখো মুসল্লি এই ইজতিমায় যোগ দেবেন। এ ইজতিমার জন্য সব ধরনের প্রস্তুতি নেয়া হয়েছে বলে জানিয়েছেন দাওয়াতে ইসলামী বাংলাদেশের জিম্মাদার (মিডিয়া বিভাগ) মুফতি জহিরুল ইসলাম মুজাদ্দেদী আত্তারী।

মঙ্গলবার(২৯ এপ্রিল)বেলা ১২টায় কর্ণফুলী, শিকলবাহা, ইজতিমা ময়দানে সংবাদ সম্মেলনে এসব তথ্য তুলে ধরেন তিনি। সংবাদ সম্মেলনে জানানো হয় ইতিমধ্যে চট্টগ্রাম, কর্ণফুলী, শিকল বাহা ক্রসিং পাড়া বিল ময়দানজুড়ে টানানো হয়েছে বিশাল প্যান্ডেল।

তিনি আরও জানান,পুলিশ চেকপোস্ট, সিসি ক্যামেরা স্থাপনসহ সর্বোচ্চ নিরাপত্তাব্যবস্থা নেয়া হয়েছে। ইজতিমা ময়দানে প্রবেশপথে বসানো হয়েছে বিশেষ চেকপোস্ট ও ৫টি ওয়াচ টাওয়ার। আগত মুসল্লিদের তল্লাশি করে মাঠে প্রবেশ করানো হবে।

তিনি জানান,পুলিশ, বিভিন্ন গোয়েন্দা সংস্থার পাশাপাশি নিরাপত্তায় নিয়োজিত থাকবে দাওয়াতে ইসলামীর কয়েক শত নিজস্ব নিরাপত্তাকর্মী। এছাড়া মুসল্লিদের জন্য অজু, গোসল, প্রয়োজনীয় হাজতখানা ও খাবারের জন্য বিশুদ্ধ পানির ব্যবস্থা থাকছে। পিডিবির সহায়তায় দেয়া হয়েছে বিদ্যুৎ সংযোগ।

সংবাদ সম্মেলনে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন দাওয়াতে ইসলামী বাংলাদেশের জিম্মাদার(আন্তর্জাতিক বিভাগ) আলহাজ মুহাম্মদ কামাল আত্তারী, ইজতিমা জিম্মাদার ও দা’ওয়াতে ইসলামী বাংলাদেশ চট্টগ্রাম বিভাগের মিডিয়া জিম্মাদার শওকত আত্তারি, এছাড়া আরো উপস্থিত ছিলেন, মুহাম্মদ আজাদ আত্তারি, সরফরাজ আশরাফী, বাহাদুর আত্তারী প্রমুখ।

দা’ওয়াতে ইসলামী বাংলাদেশ জিম্মাদার (মিডিয়া বিভাগ) মুফতি জহিরুল ইসলাম মুজাদ্দেদী আত্তারী বলেন সন্ত্রাস ও জঙ্গিবাদবিরোধী, সুফিবাদ ও আহলে সুন্নাত ওয়াল জামায়াতের আক্বিদায় বিশ্বাসী, বিশ্বব্যাপী অরাজনৈতিক সংগঠন হলো দাওয়াতে ইসলামী।

সারাবিশ্বের মতো এদেশে ২০১৫ সাল থেকে তিন দিনের এই ইজতেমা করে যাচ্ছি। এবছর থেকে বিভাগীয় ইজতেমা শুরু হয়েছে। দেশের বরেণ্য সুন্নি ওলামায়ে কেরাম ও মোবাল্লিগগন এখানে আলোচনায় অংশ নেবেন।

প্রতিদিন বয়ান শেষে মিলাদ, কিয়াম ও মোনাজাতের মধ্য দিয়ে দেশ, জাতি, ফিলিস্তিন সহ মুসলিম বিশ্বের জন্য দোয়া করা হবে। সারাদেশ থেকে ইজতেমায় লাখ লাখ আশেকে রাসুলের ঢল নামবে বলেও সংবাদ সম্মেলনে জানানো হয়।


নিউজটি পোস্ট করেছেনঃ নিউজ ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

আমি দলে কোন্দল দেখতে চাইনা, যদি কারও কোন্দলে দল ভোট কম পায়, তাকে ক্ষমা করা হবেনা। বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা এড. ফজলুর রহমান