ঢাকা | বঙ্গাব্দ

বালুকণার চেতনা

-আমিনুল হক নজরুল
  • আপলোড তারিখঃ 15-01-2025 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 132707 জন
বালুকণার চেতনা ছবির ক্যাপশন: কবিতা
ad728

আমি ঘুরতে ঘুরতে সাগর কিনারে গেলাম,
দুপুরের প্রখর রোদে হেঁটে বেড়াতে লাগলাম।

আমি একবার সাগরে-একবার কিনারে দৃষ্টি দিলাম,
বারবার ফিরে ফিরে তাকালাম,আর-অবাক হলাম।

সূর্যের রশ্মিতে অগণিত তারকার মত বালুকণা,
ঝলমলিয়ে রুপোলী হাসিতে দেখাচ্ছিল মুখখানা।

পাশেই সাগর উত্তাল,ওখানেও তরঙের উৎসব,
তীরে তাকিয়ে ভোজনের অপেক্ষায় করেছিল কলরব।

অথচ বালুকণারা হেসে যাচ্ছিলই চিকচিক করে,
নেই ভয়-হাসছেই, সাগর ডাকছে তাদের অতি সুদূরে।

অবাক নয়নে তাকিয়ে ছিলাম,ওরা ছিল ঊর্ধ্ব মস্তকে,
নৃত্যরত আনন্দ উল্লাসে মুকুটের ঝলকে ঝলকে।

যখনই যাতনায় কিংবা সমস্যায় হই আমি অসহায়,
সেই মৃত্যু দুয়ারে বালুকণার নাঁচ তখনই চেতনা জোগায়।


নিউজটি পোস্ট করেছেনঃ ADMIN

কমেন্ট বক্স
notebook

সাপাহারে জুলাই অভ্যুত্থান দিবস উপলক্ষে ইসলামী আন্দোলনের সমাবেশ ও গণমিছিল