ঢাকা | বঙ্গাব্দ

৭ দিনের মধ্যে ওসি অপসারণ না হলে বেনাপোল অচল করে দেওয়া হবে-সাংবাদিকদের হুঁশিয়ারি

যশোরের শার্শা উপজেলা প্রতিনিধি ও দৈনিক লোকসমাজ পত্রিকার সাংবাদিক মনিরুল ইসলাম মনি’র বিরুদ্ধে দায়েরকৃত ষড়যন্ত্রমূলক ও হয়রানিমূলক মামলা প্রত্যাহার এবং তার নিঃশর্ত মুক্তির দাবিতে বেনাপোলে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন যশোর ও শার্শা উপজেলার সাংবাদিকরা।
  • আপলোড তারিখঃ 30-09-2025 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 35408 জন
৭ দিনের মধ্যে ওসি অপসারণ না হলে বেনাপোল অচল করে দেওয়া হবে-সাংবাদিকদের হুঁশিয়ারি ছবির ক্যাপশন: সাংবাদিক মনিরুল ইসলাম মনি’র মুক্তির দাবিতে বেনাপোলে মানববন্ধন
ad728



হুমায়ন কবির মিরাজ, বেনাপোল:

যশোরের শার্শা উপজেলা প্রতিনিধি ও দৈনিক লোকসমাজ পত্রিকার সাংবাদিক মনিরুল ইসলাম মনি’র বিরুদ্ধে দায়েরকৃত ষড়যন্ত্রমূলক ও হয়রানিমূলক মামলা প্রত্যাহার এবং তার নিঃশর্ত মুক্তির দাবিতে বেনাপোলে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন যশোর ও শার্শা উপজেলার সাংবাদিকরা।


মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে বেনাপোল কাস্টমস হাউসের সামনে এ মানববন্ধন, প্রতিবাদ ও রাস্তা অবরোধ কর্মসূচি অনুষ্ঠিত হয়।


মানববন্ধনে বক্তারা শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আলিমকে সরাসরি দায়ী করে বলেন, একজন সাংবাদিকের ওপর ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা শুধু দুঃখজনক নয়, এটি গণমাধ্যমের স্বাধীনতার উপর সরাসরি আঘাত। এই ঘটনার নেপথ্যে প্রশাসনের একাংশের ভূমিকা রয়েছে, যা কোনোভাবেই মেনে নেওয়া হবে না।


তারা আরও হুঁশিয়ারি দিয়ে বলেন, শার্শা থানার ওসি আব্দুল আলিমকে সাত দিনের মধ্যে অপসারণ করতে হবে। যদি এই দাবি মানা না হয়, তাহলে বেনাপোলকে অচল করে দেওয়ার মতো কঠোর কর্মসূচি নিতে সাংবাদিক সমাজ বাধ্য হবে। কোনো সাংবাদিকের উপর অন্যায় হলে সেটি শুধু ব্যক্তিগত বিষয় নয়, এটি পুরো সাংবাদিক সমাজের উপর আক্রমণ। তাই এর বিরুদ্ধে আন্দোলন গড়ে তোলা আমাদের নৈতিক দায়িত্ব।


মানববন্ধনে বেনাপোল প্রেসক্লাবের সভাপতি মহাসিন কবিরের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন দৈনিক লোকসমাজ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক ও সিনিয়র সাংবাদিক আনোয়ারুল কবির নান্টু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি শেখ দীনু আহম্মেদ এবং সাধারণ সম্পাদক দেওয়ান মোরশেদ আলম।


এ সময় দৈনিক লোকসমাজের ভারপ্রাপ্ত সম্পাদক আনোয়ারুল কবির নান্টু বলেন, একজন সাংবাদিককে মিথ্যা মামলায় জড়িয়ে হয়রানি করার চেষ্টা করা হচ্ছে। আমরা এর তীব্র নিন্দা জানাই এবং অবিলম্বে মামলা প্রত্যাহার ও মনি’র মুক্তি দাবি করছি।


মানববন্ধনে শার্শা প্রেসক্লাব, বেনাপোল প্রেসক্লাব, বন্দর প্রেসক্লাব, সীমান্ত প্রেসক্লাব, বাগআঁচড়া প্রেসক্লাব, ঝিকরগাছা প্রেসক্লাব, বাঁকড়া প্রেসক্লাবসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকরা অংশ নেন।


উল্লেখ্য, গত ২৪ সেপ্টেম্বর শার্শায় এক স্কুলছাত্রকে নির্যাতনের অভিযোগ তুলে মনি’র বিরুদ্ধে তার পরিবারকে দিয়ে একটি কুচক্রী মহল মামলা করে। তদন্ত ছাড়াই পুলিশ তাকে গ্রেপ্তার করে কারাগারে পাঠায়। এ ঘটনায় স্থানীয় সাংবাদিক সমাজ তীব্র প্রতিবাদ জানিয়ে আসছে।


নিউজটি পোস্ট করেছেনঃ ADMIN

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

আমি দলে কোন্দল দেখতে চাইনা, যদি কারও কোন্দলে দল ভোট কম পায়, তাকে ক্ষমা করা হবেনা। বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা এড. ফজলুর রহমান