হুমায়ন কবির মিরাজ, বেনাপোল:
যশোরের নির্বাচনী আসনের সীমানা পুনর্নির্ধারণ শুনানিকে কেন্দ্র করে সোমবার (২৫ আগস্ট) রাজধানীর আগারগাঁও নির্বাচন কমিশন কার্যালয়ে জমায়েত হয়েছেন বিএনপির কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দসহ বিপুলসংখ্যক যশোরবাসী। সুষ্ঠু, স্বচ্ছ ও ন্যায্য সীমানা নির্ধারণের দাবিতে নেতাকর্মীদের অংশগ্রহণে কার্যালয় এলাকায় ভিন্নমাত্রার আবহ সৃষ্টি হয়।
শুনানিতে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত, কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক সাবুরুল হক সাবু, যশোর জেলা যুবদলের সদস্য সচিব আনসারুল হক রানা, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোস্তফা আমির ফয়সাল, জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মুভিকুল হাসান, শার্শা উপজেলা বিএনপির সংগ্রামী সাংগঠনিক সম্পাদক আশরাফুল আলম বাবু এবং কাজি রওনকুল ইসলাম শ্রাবণসহ স্থানীয় নেতৃবৃন্দ।
এ সময় নেতৃবৃন্দ অভিযোগ করেন, বর্তমান আসন সীমানা স্থানীয় বাস্তবতার সাথে সাংঘর্ষিক হওয়ায় জনগণের মাঝে বিভ্রান্তি ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। তারা বলেন, জনগণের মতামতকে অগ্রাধিকার দিয়ে যশোরের রাজনৈতিক, ভৌগোলিক ও সামাজিক বাস্তবতার ভিত্তিতে সীমানা পুনর্নির্ধারণ করা নির্বাচন কমিশনের নৈতিক দায়িত্ব।
নেতারা আশা প্রকাশ করেন, আসন্ন নির্বাচনে গণতন্ত্রকে কার্যকর করতে কমিশন জনগণের দাবি ও প্রত্যাশার প্রতিফলন ঘটাবে।