নিজস্ব প্রতিনিধি :
কিশোরগঞ্জের হাওর উপজেলা অষ্টগ্রামে উপজেলা নির্বাচন অফিসের আয়োজনে ছবিসহ ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচি উদ্বোধন করা হয়েছে।
শনিবার (১ মার্চ) সকালে উপজেলার অষ্টগ্রাম সদর ইউনিয়ন পরিষদে ভোটারদের ছবি তোলাসহ ভোটার তালিকা হালনাগাদের কার্যক্রম বেলুন উড়িয়ে শুভ উদ্বোধন করেন অষ্টগ্রাম উপজেলা নির্বাহী অফিসার দিলশাদ জাহান।
অষ্টগ্রাম উপজেলায় নতুন ভোটারদের ছবি তোলাসহ ভোটার তালিকা হালনাগাদের কার্যক্রম ২২ ফেব্রুয়ারী থেকে ১৫ মার্চ ফেব্রুয়ারী পর্যন্ত বিরতিহীনভাবে চলবে। উপজেলার ৮টি ইউনিয়নে যেসব নতুন ভোটার এখনো নিবন্ধিত হতে পারেননি তারাও ছবি তোলার কেন্দ্রগুলোতে গিয়ে নতুন ভোটার তালিকায় নিবন্ধিত হতে পারবেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা দিলশাদ জাহান বলেন, ছবিসহ ভোটার তালিকা একটি গুরুত্বপূর্ণ কাজ। আপনারা যারা তরুণ প্রজন্ম আছেন সবাই নিজেদেরকে এই ভোটার তালিকায় অর্ন্তভূক্ত করবেন। আপনারা যারা নতুন ভোটার হিসেবে নিবন্ধন করতে এসেছেন, সবাই নিজেদের তথ্য সঠিক আছে কিনা তা যাছাই করে, কোন ভূল হলে তা সংশোধন করে তারপর যাবেন।
এ সময় নির্বাচন কর্মকর্তা (ভারপ্রাপ্ত) সোহাগ মিয়া, অফিসার ইনচার্জ (ওসি) রুহুল আমিন, সেনাবাহিনীর ওয়ারেন্ট অফিসার আবদুর রহমান, উপজেলা প্রেসক্লাব সভাপতি ও জার্নাল অব কান্ট্রি বিডি.কম'র সম্পাদক নজরুল ইসলাম সাগর, সদর ইউনিয়ন পরিষদের সদস্যগণ উপস্থিত ছিলেন।