ঢাকা | বঙ্গাব্দ

চট্টগ্রামে সাপের কামড়ে এক ব্যক্তির মৃত্যু

চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার দোহাজারি পৌরসভার ঈদ পুকুরিয়া গ্রামে সাপের কামড়ে এক ব্যাক্তির মৃত্যু হয়েছে।নিহত ব্যাক্তির নাম আবদুল মালেক (৫৫)। বুধবার(২৮মে) সকালে এ ঘটনা ঘটে। আবদুল মালেক উপজেলার পৌরসভার ৩ নম্বর ওয়ার্ড ফজল করিম সওদাগর বাড়ির মৃত শহর মুল্লুকের ছেলে।
  • আপলোড তারিখঃ 28-05-2025 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 151341 জন
চট্টগ্রামে সাপের কামড়ে এক ব্যক্তির মৃত্যু ছবির ক্যাপশন: ফাইল ছবি
ad728


আমিনুল হক, নিজস্ব প্রতিনিধি:

চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার দোহাজারি পৌরসভার ঈদ পুকুরিয়া গ্রামে সাপের কামড়ে এক ব্যাক্তির মৃত্যু হয়েছে।নিহত ব্যাক্তির নাম আবদুল মালেক (৫৫)। বুধবার(২৮মে) সকালে এ ঘটনা ঘটে। আবদুল মালেক উপজেলার পৌরসভার ৩ নম্বর ওয়ার্ড ফজল করিম সওদাগর বাড়ির মৃত শহর মুল্লুকের ছেলে।


জানা যায়, আবদুল মালেক মঙ্গলবারের বৃষ্টিতে জমিতে জমে থাকা পানিতে রাতে মাছ ধরার ফাঁদ বসান।সেই ফাঁদ থেকে বুধবার ভোরে মাছ আনতে গেলে তাকে সাপে কামড় দেয়। পরিবারের লোকজন তাকে দোহাজারী হাসপাতালে নিয়ে যায়।পরে সেখান থেকে বিজিসি ট্রাস্ট মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

দোহাজারী হাসপাতালের চিকিৎসক ডা. টিপু সুলতান বলেন, ভোরে আবদুল মালেক নামে সাপে কাটা এক রোগীকে হাসপাতালে আনা হলে তার অবস্থা গুরুতর হওয়ায় চমেক হাসপাতালে পাঠানো হয়।

এর আগেই আরেকটি বেসরকারি হাসপাতালে তিনি মারা যান।   


নিউজটি পোস্ট করেছেনঃ ADMIN

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

আমি দলে কোন্দল দেখতে চাইনা, যদি কারও কোন্দলে দল ভোট কম পায়, তাকে ক্ষমা করা হবেনা। বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা এড. ফজলুর রহমান