ঢাকা | বঙ্গাব্দ

কসবায় হাফেজ শিক্ষার্থীদের বিশেষ শিক্ষাবৃত্তি প্রদান

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় বৃহস্পতিবার (১৪ আগস্ট) সকালে সবুজ সংঘের উদ্যোগে হাফেজ শিক্ষার্থীদের বিশেষ শিক্ষাবৃত্তি প্রদান করা হয়েছে। কসবা উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি লোকমান হোসেন পলা। প্রধান অতিথি ছিলেন কসবা উপজেলা নির্বাহী অফিসার মো. ছামিউল ইসলাম।
  • আপলোড তারিখঃ 14-08-2025 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 35623 জন
কসবায় হাফেজ শিক্ষার্থীদের বিশেষ শিক্ষাবৃত্তি প্রদান ছবির ক্যাপশন: হাফেজ শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
ad728


অধ্যাপক শেখ কামাল উদ্দিন,কসবা প্রতিনিধি:

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় বৃহস্পতিবার (১৪ আগস্ট) সকালে সবুজ সংঘের উদ্যোগে হাফেজ শিক্ষার্থীদের বিশেষ শিক্ষাবৃত্তি প্রদান করা হয়েছে। কসবা উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি লোকমান হোসেন পলা। প্রধান অতিথি ছিলেন কসবা উপজেলা নির্বাহী অফিসার মো. ছামিউল ইসলাম।


সাংবাদিক মো. শাখাওয়াৎ হোসাইনের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন, কসবা প্রেসক্লাবের সভাপতি আবুল খায়ের স্বপন, উপজেলা সাংবাদিক ফোরামের সভাপতি সবুজ খান জয়, কসবা প্রেসক্লাব সহ-সাধারণ সম্পাদক মো. সোহরাব হোসেন, উপজেলা সরকারি কর্মচারী কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক জুবায়ের মাহমুদ তপন। 


অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বাংলা টিভি কসবা প্রতিনিধি রুবেল আহমেদ, মাই টিভি কসবা প্রতিনিধি মো. আলমগীর হোসেন, এনটিভি অনলাইন (আখাউড়া-কসবা) প্রতিনিধি সাইদুল ইসলাম, দৈনিক মানবাধিকার কসবা প্রতিনিধি নাঈমুল ইসলাম জিহাদ ও সার্জেন্ট ফারুক আহমেদ বাবু।


এ সময় উপকারভোগী হাফেজ শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক, সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। 


দোয়া পরিচালনা করেন কসবা উপজেলা কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা মো. আবদুল হান্নান।


অতিথিগণ বলেন, সরকারি ও বেসরকারিভাবে শিক্ষার্থীদের জন্য শিক্ষাবৃত্তি থাকলেও হাফেজ শিক্ষার্থীদের জন্য এ ধরণের ব্যবস্থা নেই। সবুজ সংঘের এ উদ্যোগকে তারা সাধুবাদ জানান।


পরে হাফেজ শিক্ষার্থীরা অনুষ্ঠানে প্রধান অতিথির নিকট থেকে এককালীন শিক্ষাবৃত্তি গ্রহণ করেন।


মানবিক এ সংগঠন ২০২১ সাল থেকে উপজেলায় অসহায় ও প্রতিবন্ধী ভাতা, হাফেজ শিক্ষার্থীদের শিক্ষাভাতা, এসএসসি ও দাখিল শিক্ষার্থীদের ফর্মফিলাপের ফি, ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ করে আসছে।


নিউজটি পোস্ট করেছেনঃ ADMIN

কমেন্ট বক্স
notebook

পানছড়িতে সেনাবাহিনী ও ইউপিডিএফ (মূল) এর মধ্যে গুলিবিনিময়, অত্যাধুনিক অস্ত্র উদ্ধার।