ঢাকা | বঙ্গাব্দ

সাবেক এমপি আফজাল হোসেন মেহেরপুরে গ্রেফতার

কিশোরগঞ্জ-৫ আসনের (বাজিতপুর-নিকলী) সাবেক সংসদ সদস্য আফজাল হোসেনকে মেহেরপুর থেকে গ্রেফতার করেছে পুলিশ। ভোর রাতে মেহেরপুর শহরের ক্লিনিক পাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়।
  • আপলোড তারিখঃ 24-03-2025 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 105774 জন
সাবেক এমপি আফজাল হোসেন মেহেরপুরে গ্রেফতার ছবির ক্যাপশন: সাবেক এমপি আফজাল হোসেন
ad728


ইফরানুল হক সেতু, বাজিতপুর প্রতিনিধি :

 কিশোরগঞ্জ-৫ আসনের (বাজিতপুর-নিকলী) সাবেক সংসদ সদস্য আফজাল হোসেনকে মেহেরপুর থেকে গ্রেফতার করেছে পুলিশ। ভোর রাতে মেহেরপুর শহরের ক্লিনিক পাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়।


পুলিশ সূত্রে জানা গেছে, তিনি মামুন নামে এক ব্যক্তির বাসায় আত্মগোপনে ছিলেন এবং বিপুল অঙ্কের টাকার বিনিময়ে সীমান্ত পেরিয়ে ভারতে পালানোর প্রস্তুতি নিচ্ছিলেন। পুলিশ মামুনকেও জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে।


মেহেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেজবাহ উদ্দিন গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন। এদিকে, কিশোরগঞ্জ জেলা পুলিশের একটি বিশেষ দল মেহেরপুরের উদ্দেশ্যে রওনা দিয়েছে।


সূত্র জানায়, ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দাদের নজরদারিতে ছিলেন সাবেক এই সাংসদ সদস্য।


বাজিতপুর থানার ওসি মো. মুরাদ হোসেন জানিয়েছেন, আফজাল হোসেনের বিরুদ্ধে বাজিতপুর থানায় একটি হত্যা মামলাসহ অন্তত সাতটি মামলা রয়েছে। এর মধ্যে বেশিরভাগই গত ৪ আগস্টের ঘটনায় বিস্ফোরক আইনে দায়ের করা হয়েছিল।


আফজাল হোসেন ২০০৮ সালে রাজনীতিতে যোগ দেন এবং নৌকা প্রতীক নিয়ে সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি টানা চারবার সংসদ সদস্য ছিলেন এবং উপজেলা আওয়ামী লীগের সভাপতি ছিলেন। তবে সংসদ সদস্য থাকাকালীন সময়ে স্থানীয় রাজনীতিতে তার প্রভাব বিস্তারের ফলে আওয়ামী লীগের দুটি পক্ষের মধ্যে বিভক্তি সৃষ্টি হয়। তার বিরুদ্ধে খাল, বিল ও নদী দখল এবং প্রতিপক্ষের ওপর দমন-পীড়নের অভিযোগও রয়েছে।


নিউজটি পোস্ট করেছেনঃ ADMIN

কমেন্ট বক্স
notebook

‎লোগাং-এ জুলাই গন অভ্যুত্থানের বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত