আমিনুল হক, নিজস্ব প্রতিনিধি:
ঘুষ লেনদেনের অভিযোগের কারণে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা বিভাগের কর্মকর্তা গোলাম কিবরিয়াকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
মঙ্গলবার(২০মে) চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার কার্যালয়ের অফিস আদেশে তাকে বরখাস্তের কথা বলা হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, “সামাজিক যোগাযোগ মাধ্যমে গোলাম কিবরিয়ার অবৈধভাবে অর্থ লেনদেনের ভিডিও প্রকাশ পায়। এর পরিপ্রেক্ষিতে তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।”
ঘটনা তদন্তে পদার্থবিদ্যা বিভাগের শিক্ষক অধ্যাপক রেজাউল আজিমকে নিয়ে কমিটি গঠন করা হয়েছে বলে জানান তিনি।