ঢাকা | বঙ্গাব্দ

গফরগাঁওয়ে তৃতীয় তলা ভবনের ছাদ থেকে পড়ে শিক্ষকের রহস্যজনক মৃত্যু

ময়মনসিংহের গফরগাঁওয়ে নিজ বাসায় তৃতীয় তলা ভবনের ছাদ থেকে পড়ে মোশারফ হোসেন খান মাসুদ (৪৫) নামে এক শিক্ষকের রহস্যজনক মৃত্যু হয়েছে। গতকাল বুধবার সকালে উপজেলা পরিষদ সংলগ্ন এলাকায় কে.বি.আই সড়কে এ দুর্ঘটনা ঘটে।
  • আপলোড তারিখঃ 30-04-2025 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 382 জন
গফরগাঁওয়ে তৃতীয় তলা ভবনের ছাদ থেকে পড়ে শিক্ষকের রহস্যজনক মৃত্যু ছবির ক্যাপশন: নিহত শিক্ষক মোশারফ হোসেন খান মাসুদ। ছবি: জার্নাল অব কান্ট্রি।
ad728


গফরগাঁও (ময়মনসিংহ) প্রতিনিধি:

ময়মনসিংহের গফরগাঁওয়ে নিজ বাসায় তৃতীয় তলা ভবনের ছাদ থেকে পড়ে মোশারফ হোসেন খান মাসুদ (৪৫) নামে এক শিক্ষকের রহস্যজনক মৃত্যু হয়েছে। গতকাল বুধবার সকালে উপজেলা পরিষদ সংলগ্ন এলাকায় কে.বি.আই সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মোশাররফ হোসেন খান মাসুদ উপজেলার উস্থি ইউনিয়নের ধাইরগাও গ্রামে হাজী আব্দুল মালেকের ছেলে এবং 

পোড়াবাড়িয়া দাখিল মাদরাসা শরীরচর্চা শিক্ষক। এছাড়াও তিনি একাধারে ফুটবল খেলোয়াড় ও রেফারি এবং ক্রিকেটার ছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার সকাল আটটার দিকে উপজেলা পরিষদ সংলগ্ন এলাকায় কে. বি. আই সড়কের সামনে কাজল ভিলা নিজ বাসায়  তৃতীয় তলা ভবনের ছাদ থেকে পড়ে গুরুতর আহত হন শিক্ষক মাসুদ। পরে স্বজনরা তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক ডাঃ নাসরীন সুলতানা মুন প্রাথমিক চিকিৎসা শেষে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। তার মুখ ও নাক দিয়ে রক্ত বের হচ্ছিল। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সকাল ১১টায় মারা যান তিনি।

গফরগাঁও থানার ওসি মুহাম্মদ শিবিরুল ইসলাম বলেন, মরদেহ জেলা মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট এর ভিত্তিতে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


নিউজটি পোস্ট করেছেনঃ ADMIN

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

নওগাঁয় নাগরিক সমাজ সংগঠনগুলোর হাব গঠন