ঢাকা | বঙ্গাব্দ

চট্টগ্রামের পটিয়ায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল দুজনের

চট্টগ্রাম মহানগরীর পটিয়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন। আজ শনিবার (১৩ সেপ্টেম্বর)আনুমানিক দুপুর পৌনে ১টা থেকে আড়াইটার মধ্যে এসব দুর্ঘটনা ঘটে।
  • আপলোড তারিখঃ 13-09-2025 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 7859 জন
চট্টগ্রামের পটিয়ায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল দুজনের ছবির ক্যাপশন: প্রতীকি ছবি
ad728




আমিনুল হক,নিজস্ব প্রতিনিধি:

চট্টগ্রাম মহানগরীর পটিয়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন। 

আজ শনিবার (১৩ সেপ্টেম্বর)আনুমানিক দুপুর পৌনে ১টা থেকে আড়াইটার মধ্যে এসব দুর্ঘটনা ঘটে।


পুলিশ জানিয়েছে, দুপুর পৌনে ১টার দিকে উপজেলার গৈড়লার টেক এলাকায় লেগুনার চাপায় নিহত হয়েছেন শের মোহাম্মদ (৬০)। নিহত শের মোহাম্মদ ওই এলাকার মৃত আবদুল হামিদের ছেলে।


প্রতিবেশীদের থেকে যা জানা গেছে, জমিতে কাজ করতে যাওয়ার পথে মহাসড়ক পার হওয়ার সময় দুর্ঘটনায় শের মোহাম্মদ ঘটনাস্থলেই মারা যান।


এই ঘটনার প্রায় দেড় ঘণ্টা পর দুপুর আড়াইটার দিকে উপজেলার জলুয়ার দিঘীরপাড় এলাকায় পূরবী পরিবহনের একটি চেয়ার কোচের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়।

সংঘর্ষে পিকআপ চালক আবদুল কাদের (৪২) ঘটনাস্থলেই মারা যান।নিহত আবদুল কাদের নোয়াখালীর মুহাম্মদ কিবরিয়ার ছেলে।


পটিয়া ক্রসিং হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসীম উদ্দিন জানান, ‘খবর পেয়ে পুলিশ মরদেহ দুটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। পূরবী পরিবহনের বাসটি জব্দ করা হয়েছে।’


নিউজটি পোস্ট করেছেনঃ ADMIN

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

পানছড়িতে সেনাবাহিনী ও ইউপিডিএফ (মূল) এর মধ্যে গুলিবিনিময়, অত্যাধুনিক অস্ত্র উদ্ধার।