আমিনুল হক, নিজস্ব প্রতিনিধি:
৮ দফা দাবি আদায়ের লক্ষে ৭২ ঘণ্টার পরিবহন ধর্মঘটের ডাক।
বাণিজ্যিক মোটরযানের অর্থনৈতিক আয়ুষ্কাল ২০ ও ২৫ বছর থেকে বাড়িয়ে ৩০ বছর করাসহ মোট আট দফা দাবি জানিয়েছেন বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির কেন্দ্রীয় সভাপতি কফিল উদ্দিন আহমেদ।
তিনি হুশিয়ারি দিয়েছেন,
দাবি না মানলে আগামী ১২ আগস্ট ভোর ৬টা থেকে সারাদেশে ৭২ ঘণ্টার পরিবহন ধর্মঘট পালন করা হবে।
বৃহস্পতিবার (৭ আগস্ট) বিকেলে চট্টগ্রাম স্টেশন রোডের হোটেল সৈকতে বিভাগীয় সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই ঘোষণা দেন।