ঢাকা | বঙ্গাব্দ

অষ্টগ্রামে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী পালিত

অষ্টগ্রাম (কিশোরগঞ্জ) প্রতিনিধি :কিশোরগঞ্জের হাওর উপজেলা অষ্টগ্রামে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে রোববার (১৯ জানুয়ারি) বিকেলে উপজেলার বিভিন্ন মসজিদে মিলাদ মাহফিল ও বিএনপি কার্যালয়ে আলোচনা সভার আয়োজন করা হয়।
  • আপলোড তারিখঃ 20-01-2025 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 17001 জন
অষ্টগ্রামে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী পালিত ছবির ক্যাপশন: অষ্টগ্রামে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী পালন
ad728

উপজেলা বিএনপির সভাপতি সৈয়দ সাঈদ আহমেদের সভাপতিত্বে উক্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক জাকির হোসেন মুকুল, সহ-সভাপতি হুমায়ুন কবির দানা, যুগ্ম সাধারণ সম্পাদক নিজামুল হক নজরুল, সাংগঠনিক সম্পাদক এস এম শাহীন, যুবদলের আহবায়ক আনোয়ার হোসেন, সদস্য সচিব আলী রহমান খান, উপজেলা ছাত্রদলের আহবায়ক তিতুমীর হোসেন সোহেল, সদস্য সচিব আল মাহমুদ মোস্তাক, রোটারী ডিগ্রী কলেজ শাখার আহবায়ক তাকবীর আহমেদ, স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক আফজাল হোসেন প্রমুখ নেতৃবৃন্দ। আলোচনা সভা শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত ও দেশ নেত্রী খালেদা জিয়ার সুস্থতা কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।


নিউজটি পোস্ট করেছেনঃ নিজেস্ব প্রতিবেদক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

৬০ বিজিবি’র খাদলা বিওপির অপারেশনাল কার্যক্রম আনুষ্ঠানিক উদ্বোধন