ঢাকা | বঙ্গাব্দ

অষ্টগ্রাম হোসেনিয়া ফাজিল মাদ্রাসার সভাপতি পদে মনোনয়ন পেলেন জাকির হোসেন মুকুল

কিশোরগঞ্জের হাওর উপজেলা অষ্টগ্রামে অষ্টগ্রাম হোসেনিয়া ফাজিল মাদ্রাসার সভাপতি পদে জাকির হোসেন মুকুলকে মনোনয়ন প্রদান করা হয়েছে। তিনি উপজেলার সদর ইউনিয়নের আড়ারপাড়া গ্রামের বাসিন্দা মৃত আব্দুল মালেকের পুত্র ও অষ্টগ্রাম উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক। সোমবার (১৪ জুলাই) ইসলামি আরবি বিশ^বিদ্যালয়ের রেজিষ্টার আইউব হোসেন স্বাক্ষরিত এক পত্রে এ তথ্য জানানো হয়।
  • আপলোড তারিখঃ 16-07-2025 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 17295 জন
অষ্টগ্রাম হোসেনিয়া ফাজিল মাদ্রাসার সভাপতি পদে মনোনয়ন পেলেন জাকির হোসেন মুকুল ছবির ক্যাপশন: অষ্টগ্রাম হোসেনিয়া ফাজিল মাদ্রাসার নবনির্বাচিত সভাপতি জাকির হোসেন মুকুল
ad728

অষ্টগ্রাম হোসেনিয়া ফাজিল মাদ্রাসার সভাপতি পদে মনোনয়ন পেলেন জাকির হোসেন মুকুল

নজরুল ইসলাম সাগর:

কিশোরগঞ্জের হাওর উপজেলা অষ্টগ্রামে অষ্টগ্রাম হোসেনিয়া ফাজিল মাদ্রাসার সভাপতি পদে জাকির হোসেন মুকুলকে মনোনয়ন প্রদান করা হয়েছে। তিনি উপজেলার সদর ইউনিয়নের আড়ারপাড়া গ্রামের বাসিন্দা মৃত আব্দুল মালেকের পুত্র ও অষ্টগ্রাম উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক। সোমবার (১৪ জুলাই) ইসলামি আরবি বিশ^বিদ্যালয়ের রেজিষ্টার আইউব হোসেন স্বাক্ষরিত এক পত্রে এ তথ্য জানানো হয়।

জানা যায়, জাকির হোসেন মুকুল ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মেধাতালিকায় ৪র্থ হয়ে অনার্স ও ৭ম স্থান অর্জন করে মাষ্টার্স পাশ করেন। ১৯৯২ সালে অষ্টগ্রামে একটি হত্যা মামলার আসামী হয়ে ৭বছর হাজতবাসের পর নির্দোষ প্রমাণিত হয়ে বেকসুর খালাস পান। ততদিনে সরকারী চাকুরীর বয়স না থাকায় ২০০৫ সনে রোটারি ডিগ্রি কলেজ অষ্টগ্রামে প্রভাষক পদে যোগদান করেন। কিন্তু ছাত্রদলের সাবেক কেন্দ্রীয় নেতা ও অষ্টগ্রাম উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হওয়ার কারণে বিগত ফ্যাসিবাদ সরকারের রোষানলে ও রাজনৈতিক প্রতিহিংসার কারণে তিনি অন্যায়ভাবে চাকুরিচ্যুত হন। বর্তমানে তিনি অষ্টগ্রাম উপজেলা বিআরডিবি'র চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন।

অষ্টগ্রাম হোসেনিয়া ফাজিল মাদ্রাসা’র নবনির্বাচিত সভাপতি জাকির হোসেন মুকুল এ প্রতিনিধিকে জানান, ফ্যাসিস্ট আওয়ামীলীগ সরকার সারাদেশের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংষ করে দিয়ে গেছে। এই প্রতিষ্ঠানও এর ব্যতিক্রম নয়। এ মাদ্রাসায় শিক্ষার সুষ্ঠো পরিবেশ ফিরিয়ে আনতে তিনি সকলের দোয়া ও সহযোগীতা কামনা করেন।


নিউজটি পোস্ট করেছেনঃ ADMIN

কমেন্ট বক্স
notebook

সাপাহারে জুলাই অভ্যুত্থান দিবস উপলক্ষে ইসলামী আন্দোলনের সমাবেশ ও গণমিছিল