আমিনুল হক, নিজস্ব প্রতিনিধি:
চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চট্টগ্রাম টু কক্সবাজার মহাসড়কের চুনতির জাঙ্গালিয়া এলাকায় বুধবার (২ এপ্রিল).সকাল ৭টার দিকে সড়ক দূর্ঘটনায় দুই পরিবারের ৯ জনসহ ১০ জন নিহত ৬ জন আহত হয়েছে। নিহত ১০ জন আহত ৩ জনের পরিচয় পাওয়া গেছে।
পরিচয়ের বিষয়টি নিশ্চিত করেছেন দোহাজারী হাইওয়ে থানার ওসি শুভ রঞ্জন চাকমা।
নিহতরা হলেন- ঝিনাইদহ জেলার শৈলকুপ উপজেলার উত্তর বোয়ালিয়ার দুলাল বিশ্বাসের পুত্র দিলীপ বিশ্বাস(৪৩), দিলীপ বিশ্বাসের স্ত্রী সাধনা মণ্ডল (৩৭), দিলীপ বিশ্বাসের শ্বশুর আশীষ মণ্ডল (৫০), ঢাকা জেলার দক্ষিণখান আজমপুর মধ্যপাড়ার কালা মিয়ার পুত্র মো: ইউসুফ আলী(৫৫), ঢাকা মীরপুরের আবদুল জব্বারের পুত্র রফিকুল ইসলাম শামীম (৪৫), রফিকুল ইসলাম শামীমের স্ত্রী লুৎফুন নাহার সুমি (৩৫), রফিকুল ইসলাম শামীমের মেয়ে লিয়ানা(৮), রফিকুল ইসলাম শামীমের আরেক মেয়ে আনীষা(১৪),একই এলাকার রফিকুল ইসলাম শামীমের ভাগিনা তানিফা ইয়াসমিন (১৬), একই এলাকার মৃত বকুল বেপারীর পুত্র ও রফিকুল ইসলাম শামীমের বন্ধু মুক্তার হোসেন(৬০)।
আহতরা হলেন- নিহত রফিকুল ইসলাম শামীমের মেয়ে প্রেমা(১৮), নিহত দিলীপ বিশ্বাসের মেয়ে আরাধ্য বিশ্বাস (৭),নিহত দিলীপ বিশ্বাসের শ্যালক কুষ্টিয়া কুমারখালীর দেবাশীষ মণ্ডলের পুত্র দূর্জয় মণ্ডল(১৮)।
দোহাজারী হাইওয়ে ওসি শুভ রঞ্জন চাকমা জানিয়েছেন, নিহতদের মধ্যে ঘটনাস্থলেই ৭ জন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১ জন ও চমেক হাসপাতালে ২ জন মারা যায়।
সড়ক দূর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে লোহাগাড়া থানা পুলিশ, হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের টিম উদ্ধার কাজ চালায়। আহতদের চিকিৎসার জন্য বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়।
দূর্ঘটনায় লিপ্ত গাড়িগুলাো উদ্ধার করে দোহাজারী হাইওয়ে থানা হেফাজতে আনা হয়েছে।
ওসি শুভ রঞ্জন চাকমা জানান, চট্টগ্রাম- কক্সবাজার মহাসড়কটির চুনতি জাঙ্গালিয়া এলাকা অন্য জেলার চালকের জন্য অপরিচিত। এখানকার সড়কটি প্রশস্ত না থাকা, সড়কে সিগন্যাল না থাকা, বিপজ্জনক বাঁক থাকা, সকাল বেলা লবণ- মাছবাহী গাড়ি পানি পড়ে সড়ক পিচ্ছিল হওয়া দূর্ঘটনার অন্যতম কারণ।