ঢাকা | বঙ্গাব্দ

খাস্তগীর স্কুলের মাঠ দখলের অভিযোগে দুদকের অভিযান

চট্টগ্রাম মহানগরের ঐতিহ্যবাহী ডা. খাস্তগীর সরকারি উচ্চ বিদ্যালয়ের শতবর্ষী খেলার মাঠকে দখলের অভিযোগে অভিযান পরিচালনা করছে দুর্নীতি দমন কমিশন।
  • আপলোড তারিখঃ 24-08-2025 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 25353 জন
খাস্তগীর স্কুলের মাঠ দখলের অভিযোগে দুদকের অভিযান ছবির ক্যাপশন: খাস্তগীর স্কুল
ad728



আমিনুল হক,নিজস্ব প্রতিনিধি:

চট্টগ্রাম মহানগরের ঐতিহ্যবাহী ডা. খাস্তগীর সরকারি উচ্চ বিদ্যালয়ের শতবর্ষী খেলার মাঠকে দখলের অভিযোগে অভিযান পরিচালনা করছে দুর্নীতি দমন কমিশন। 


আজ রোববার (২৪ আগস্ট) দুপুরে দুদকের চট্টগ্রাম নগরীর সহকারী পরিচালক সায়েদ আলমের নেতৃত্বে এ অভিযান চলছে।


বিষয়টি নিশ্চিত করেছেন দুদক চট্টগ্রামের উপ-পরিচালক সুবেল আহমেদ।



অভিযোগ হলো, খাস্তগীর স্কুলের প্রায় শতকোটি টাকার সাড়ে ১৫ কাঠা জায়গা মাত্র ৩ কোটি ৯৬ লাখ টাকায় ২০০৬ সালে বিক্রি দেখানো হয়। সম্প্রতি এই জমির নামজারির জন্য আবেদন করা হলে বিষয়টি সামনে আসে। এতে চট্টগ্রাম জেলা প্রশাসন, ভূমি অফিস ও সাব রেজিস্ট্রি অফিসের একাধিক কর্মকর্তার যোগসাজশে এই জালিয়াতি হয়েছে বলে অভিযোগ উঠেছে।


ডা. খাস্তগীর সরকারি উচ্চ বিদ্যালয়টি চট্টগ্রামের প্রাচীনতম ও অন্যতম প্রথম বালিকা বিদ্যালয়। ১৪৭ বছরের এই প্রতিষ্ঠানটিতে পড়াশোনা করেছেন ব্রিটিশবিরোধী আন্দোলনের নেত্রী প্রীতিলতা ওয়াদ্দেদারসহ দেশবরেণ্য অনেক শিক্ষাবিদ, চিকিৎসক ও বিজ্ঞানী। ২০২৪ সালে জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ বিদ্যালয়ের স্বীকৃতিও পেয়েছে স্কুলটি।


নিউজটি পোস্ট করেছেনঃ ADMIN

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

পানছড়িতে সেনাবাহিনী ও ইউপিডিএফ (মূল) এর মধ্যে গুলিবিনিময়, অত্যাধুনিক অস্ত্র উদ্ধার।