ঢাকা | বঙ্গাব্দ

মুহতারাম উলামায়ে কেরামকে পার্টটাইম রাজনীতি থেকে বেরিয়ে আসতে হবে, মাওলানা শহিদুল্লাহ সাদি।

  • আপলোড তারিখঃ 12-05-2025 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 73843 জন
মুহতারাম উলামায়ে কেরামকে পার্টটাইম রাজনীতি থেকে বেরিয়ে আসতে হবে, মাওলানা শহিদুল্লাহ সাদি। ছবির ক্যাপশন: মাওলানা শহিদুল্লাহ সাদি
ad728

ইস্যু ভিত্তিক ও সিজেনাল  রাজনীতি দিয়ে দল মজবুত হয় না। বরং এতে অনেক ঝামেলা ও বিড়ম্বনা আছে, যা আমরা প্রতিনিয়ত অবলোকন করছি। অবশ্য এর প্রয়োজন অপরিসীম। এমনিভাবে উলামায়ে কেরামকে পার্টটাইম রাজনীতি থেকেও বেরিয়ে আসতে হবে। যাঁরা রাজনীতি করবেন,  তাঁদেরকে ফুলটাইম ও প্রফেশনাল হিসেবে রাজনীতি করতে হবে, ইনশাআল্লাহ। এখান থেকেই তাঁর-তাঁদের জীবন জীবিকা নির্বাহের ব্যবস্থাও থাকতে হবে।

এজন্য শিক্ষালয় পালানো কিংবা দুর্বল মেধার মানুষ দিয়েও হবে না। বরং শীর্ষ পর্যায়ে  সংখ্যাগরিষ্ঠ এমন মেধাবী  কিছু লোক লাগবে, যাঁরা প্রকৃত অর্থে সংগঠক। সাথে থাকতে হবে, নেতৃত্বের অন্যান্য গুরুত্বপূর্ণ গুণাবলী।

এভাবে চলতে থাকলে হয়তো উলামায়ে কেরাম এর ইসলামী  রাজনীতির বাংলাদেশে গতি আসবে। অন্যথায় ইস্যু ভিত্তিক আন্দোলনে ইসলামী শক্তির ফেইস প্রদর্শনী হবে ঠিক, কিন্তু সাংগঠনিকভাবে দল শক্তিশালী হবে না। 

ইসলামী রাজনীতি ও বিপ্লবে নেতৃত্ব দানকারী ব্যক্তি মহোদয়গণ যতো দ্রুত সম্ভব এই পদ্ধতি পছন্দ ও গ্রহণ করবেন, ততো দ্রুত উম্মাহর ঐক্য, শান্তি, সফলতা ও কল্যাণ তরান্বিত হবে, ইনশাআল্লাহ।


নিউজটি পোস্ট করেছেনঃ নিউজ ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

সাপাহারে জুলাই অভ্যুত্থান দিবস উপলক্ষে ইসলামী আন্দোলনের সমাবেশ ও গণমিছিল