ঢাকা | বঙ্গাব্দ

যমদূতের হাতছানি

  • আপলোড তারিখঃ 15-05-2025 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 118143 জন
যমদূতের হাতছানি ছবির ক্যাপশন: আমিনুল হক নজরুল
ad728

-আমিনুল হক নজরুল 


নীরব রাত্রির আবেশে-

কিংবা দিনের আলোয়,   

এক চিরন্তন ডাক—   

অশান্ত হৃদয়ের সীমান্তে।    

ভাবনায় খেলা করে স্রষ্টা,   

মৃত্যুর রাজপথে পা বাড়িয়ে আমি,   

যেন চিরন্তন বন্ধুত্বের হাত,   

আমার দিকে মৃত মরুভূমির—   

একটুকরো শান্তি।    

কিছু মুহূর্তের জন্য,   

আমার শরীর স্বর্গের সবুজ-

হাতছানি দিয়ে চলে যায়।

এক শাশ্বত আহ্বানে,   

মহাকালের ভাবুক হৃদয় থেমে যায়।


নিউজটি পোস্ট করেছেনঃ ADMIN

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

পানছড়িতে সেনাবাহিনী ও ইউপিডিএফ (মূল) এর মধ্যে গুলিবিনিময়, অত্যাধুনিক অস্ত্র উদ্ধার।