ঢাকা | বঙ্গাব্দ

ভালবাসা বদল করবো

ভালবাসা বদল করবো
  • আপলোড তারিখঃ 31-07-2025 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 97910 জন
ভালবাসা বদল করবো ছবির ক্যাপশন: কবি আমিনুল হক নজরুল
ad728

ভালবাসা বদল করবো

-আমিনুল হক নজরুল 


ভালবাসা বদল করবো, তবে নয় মন ভোলা,

তোমার চোখে আজও দেখি স্বপ্নের রঙোলা।

নতুন ভাবে ছুঁবো তোমায়, নতুন নামে ডাকবো,

ভালোবাসা একই থাকবে—শুধু ছাঁদটা পাল্টাবো।


ভালবাসা বদল করবো, প্রতিটি চুম্বনে কথা,

যেন আগুন নয়, হোক শুধু কোমল ব্যথা।

তোমার চুলে আঙ্গুল রাখি, বলবো নরম সুরে,

"চলো, হই নতুন করে—পথ চলি একসাথে দূরে।"


ভালবাসা বদল করবো, কিন্তু রয়ে যাবো তোর,

যেমন বদলায় ঋতু, তবুও থাকে চিরচেনা ঘোর।

ভালোবাসা বদল করবো, সময়ের ছন্দে বাঁধা,

তবু হৃদয়ে তুই-ই থাকবি—আমার সব ভালোবাসা।


নিউজটি পোস্ট করেছেনঃ ADMIN

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

আমি দলে কোন্দল দেখতে চাইনা, যদি কারও কোন্দলে দল ভোট কম পায়, তাকে ক্ষমা করা হবেনা। বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা এড. ফজলুর রহমান