ভালবাসা বদল করবো
-আমিনুল হক নজরুল
ভালবাসা বদল করবো, তবে নয় মন ভোলা,
তোমার চোখে আজও দেখি স্বপ্নের রঙোলা।
নতুন ভাবে ছুঁবো তোমায়, নতুন নামে ডাকবো,
ভালোবাসা একই থাকবে—শুধু ছাঁদটা পাল্টাবো।
ভালবাসা বদল করবো, প্রতিটি চুম্বনে কথা,
যেন আগুন নয়, হোক শুধু কোমল ব্যথা।
তোমার চুলে আঙ্গুল রাখি, বলবো নরম সুরে,
"চলো, হই নতুন করে—পথ চলি একসাথে দূরে।"
ভালবাসা বদল করবো, কিন্তু রয়ে যাবো তোর,
যেমন বদলায় ঋতু, তবুও থাকে চিরচেনা ঘোর।
ভালোবাসা বদল করবো, সময়ের ছন্দে বাঁধা,
তবু হৃদয়ে তুই-ই থাকবি—আমার সব ভালোবাসা।