ঢাকা | বঙ্গাব্দ

চ্ট্টগ্রামের মিরসরাইয়ে বাস উল্টে আহত ১৩

চট্টগ্রামের মিরসরাই ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে পৌর সদরে যাত্রীবাহী একটি মিনি বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক বিভাজকের উপর উল্টে চালক সহ ১৩ জন যাত্রী আহত হয়েছেন।
  • আপলোড তারিখঃ 04-04-2025 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 16377 জন
চ্ট্টগ্রামের মিরসরাইয়ে বাস উল্টে আহত ১৩ ছবির ক্যাপশন: সংগৃহীত
ad728


আমিনুল হক, নিজস্ব প্রতিনিধি:

চট্টগ্রামের মিরসরাই ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে পৌর সদরে যাত্রীবাহী একটি মিনি বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক বিভাজকের উপর উল্টে চালক সহ ১৩ জন যাত্রী আহত হয়েছেন।


শুক্রবার (৪ এপ্রিল) দুপুরে বেলায় মিরসরাই পৌরসদরে ঢাকামুখী লেইনে দুর্ঘটনাটি ঘটে।ঘটনাস্থল থেকে দুর্ঘটনায় আহতদের মিরসরাই সেবা আধুনিক হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।


আহতরা হলো, নাসির উদ্দিন (৫৮), মোহাম্মদ আলী চৌধুরী (৬০), ইমন (২৫), রিয়াজ (২১), মো. মোমিন (২০), শাখাওয়াত হোসেন (২৬), মো. নিজাম (৭৩), নাজমুল হোসেন (৪০), সাবিহা (১৩), নিপা ইসলাম (২২), পারভীন আক্তার (৪৫), বাস চালকের সহকারী আবদুল্লাহ (১৬), বাসের চালক শাকিল (২৭)।


আহত বাস চালককে সেখান থেকে অজ্ঞান অবস্থায় হাসপাতালের জরুরী বিভাগে নেওয়া হয়।


এই দুর্ঘটনায় আহত মোহাম্মদ আলী চৌধুরী জানান, আমার নাতিনের আকীকায় অংশগ্রহণের জন্য শুক্রবার সকালে চট্টগ্রাম কালুশাহ মাজার এলাকা থেকে একটি বাসযোগে পরিবারসহ বিভিন্ন আত্মীয় স্বজনের পরিবারের ছোট-বড় মিলে প্রায় ৩০জন ফেনীর লালপোল এলাকায় যাওয়ার উদ্দেশ্যে রওয়ানা হই।


মিরসরাই পৌরসদরে এসে বাসের পেছনের একটি চাকা পাংচার হয়।তখন গাড়ির চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে বাসটি সড়ক বিভাজকের উপর উল্টে পড়ে। এতে অনেকের হাত-পা কেটে গেছে, মাথা ও বুকে আঘাত পেয়েছে। মহান আল্লাহর অশেষ রহমতে সবাই বড় দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছে।


মিরসরাই সেবা আধুনিক হাসপাতাল থেকে প্রাথমিক চিকিৎসা নিয়ে আমরা সবাই বাড়ির উদ্দেশ্যে রওয়ানা হয়েছি।


হাসপাতালের জরুরী বিভাগে দায়িত্বরত চিকিৎসক ডাক্তার মাহমুদুল হাসান রাহাত জানান, সড়ক দুর্ঘটনায় আহত যাত্রীদের অনেকের শরীরের বিভিন্ন অংশে কেটে গেছে। তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।


মিরসরাই থানার উপ-পরিদর্শক আবদুল্লাহ আল ফারুক জানিয়েছেন, শুক্রবার দুপুরে মহাসড়কের ঢাকামুখী লেইনে যাত্রীবাহি একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক বিভাজকের উপর উল্টে পড়ে। এতে ১০-১২ জন যাত্রী আহত হয়।


আহতদের উদ্ধার মিরসরাই সেবা আধুনিক হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।বাসটি উদ্ধার করে থানা হেফাজতে রাখা হয়েছে। হাইওয়ে পুলিশ পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করবে।


নিউজটি পোস্ট করেছেনঃ ADMIN

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

চট্টগ্রামে অনলাইন ব্যবসার আড়ালে ছিনতাইয়ের ফাঁদ, চক্রের ৭ সদস্য গ্রেফতার