ঢাকা | বঙ্গাব্দ

পিরিজপুরে প্রবাসীর স্ত্রীর কাছে চাঁদা দাবি ও প্রাণনাশের হুমকি: অভিযুক্ত বিএনপি নেতার ছেলে

কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার পিরিজপুর ইউনিয়নের সুলতানপুর গ্রামে এক প্রবাসীর স্ত্রীর কাছে চাঁদা দাবির অভিযোগ উঠেছে। অভিযোগে বলা হয়, স্থানীয় বিএনপি নেতা মোঃ বাদল মিয়ার ছেলে নাঈম মিয়া (২১) প্রবাসীর স্ত্রীর কাছে চাঁদা দাবি করেন এবং তা না দেওয়ায় দেশীয় অস্ত্র হাতে নিয়ে হত্যার হুমকি দেন।
  • আপলোড তারিখঃ 25-04-2025 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 86414 জন
পিরিজপুরে প্রবাসীর স্ত্রীর কাছে চাঁদা দাবি ও প্রাণনাশের হুমকি: অভিযুক্ত বিএনপি নেতার ছেলে ছবির ক্যাপশন: ফাইল ছবি
ad728



বাজিতপুর প্রতিনিধি :

কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার পিরিজপুর ইউনিয়নের সুলতানপুর গ্রামে এক প্রবাসীর স্ত্রীর কাছে চাঁদা দাবির অভিযোগ উঠেছে। অভিযোগে বলা হয়, স্থানীয় বিএনপি নেতা মোঃ বাদল মিয়ার ছেলে নাঈম মিয়া (২১) প্রবাসীর স্ত্রীর কাছে চাঁদা দাবি করেন এবং তা না দেওয়ায় দেশীয় অস্ত্র হাতে নিয়ে হত্যার হুমকি দেন।


এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে একটি ভিডিও, যেখানে নাঈমকে দেশীয় অস্ত্রসহ দেখা যায়।


অভিযোগে আরও উল্লেখ করা হয়, ওই প্রবাসীর দশ বছর বয়সী কন্যা লামিয়াকেও হুমকি দিয়ে আসছে নাঈম। “পেলে মেরে ফেলবে”—এমন ভয়ংকর হুমকিতে ভীত-সন্ত্রস্ত হয়ে পড়েছে পুরো পরিবার।


এ বিষয়ে অভিযুক্ত নাঈমের বাবা মোঃ বাদল মিয়া অভিযোগ অস্বীকার করে বলেন, “পুর্ব শত্রুতার জেরে মিথ্যা অভিযোগ আনা হয়েছে আমার ছেলের বিরুদ্ধে।”


বাজিতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুরাদ জানান, “আমরা অভিযোগ পেয়েছি, ভুক্তভোগী সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। বিষয়টি তদন্তাধীন রয়েছে।”


নিউজটি পোস্ট করেছেনঃ ADMIN

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

সাপাহারে জুলাই অভ্যুত্থান দিবস উপলক্ষে ইসলামী আন্দোলনের সমাবেশ ও গণমিছিল