নজরুল বন্দনা
_ সজীম শাইন
নজরুল তুমি বিদ্রোহী মানব
নবচেতনার জ্যোতি,
নজরুল তুমি যুগের স্রষ্টা
দুর্দম দুর্বার গতি।
নজরুল তুমি ঊষার আলো
মুছে ফেলা অন্ধকার,
নজরুল তুমি জাগ্রত সেনা
কালোত্তীর্ণ কবিতার।
নজরুল তুমি একই ধারায়
চালিয়েছো অভিযান,
নজরুল তুমি সম্প্রীতি প্রিয়
শাশ্বত প্রেমী প্রাণ।
নজরুল তুমি প্রেমের কবি
প্রতিবাদী এক নাম,
নজরুল তুমি ধূমকেতু এক
চলমান সংগ্রাম।
নজরুল তুমি পথের দিশারি
মুক্তির জয়ধ্বনি,
নজরুল তুমি প্রতিকূলতায়
শত্রুর চরম শনি।
নজরুল তুমি বিষের বাঁশি
কষ্টের হাহাকার,
নজরুল তুমি অগ্নিবীণার
শ্রেষ্ঠ সূতিকাগার।
নজরুল তুমি চির উন্নত
বীরের কদমে চলো,
নজরুল তুমি মুক্ত স্বাধীন
মুক্তির কথা বলো৷
নজরুল তুমি চুরুলিয়া থেকে
আমাদের ত্রিশাল,
নজরুল তুমি জাতীয় জীবনে
এক মহীরুহ বিশাল।
__________________________