ঢাকা | বঙ্গাব্দ

রাজশাহীতে হত্যার বদলা নিতে হত্যা, গ্রেফতার -৩

রাজশাহীর দুর্গাপুরে গত ১৪ মে পূর্ব শত্রুতার জেরে মারামারির এক ঘটনায় হাসিবুর নামে এক ব্যক্তির মৃত্যু হয়।
  • আপলোড তারিখঃ 29-08-2025 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 21751 জন
রাজশাহীতে হত্যার বদলা নিতে হত্যা, গ্রেফতার -৩ ছবির ক্যাপশন: গ্রেফতার -৩
ad728


রাজশাহী প্রতিনিধি :


রাজশাহীর দুর্গাপুরে গত ১৪ মে পূর্ব শত্রুতার জেরে মারামারির এক ঘটনায় হাসিবুর নামে এক ব্যক্তির মৃত্যু হয়। 


ঘটনায় পরদিন যাদের আসামি করে থানায় হত্যা মামলা হয়, তাদের একজন ওয়াজেদ আলি গ্রেফতার হলেও পরে জামিনে মুক্তি পান।


গত ১০ আগস্ট ওয়াজেদ আলী তাঁর ছেলেকে নিয়ে হোজা বিলে নিজের পানবরজে কাজ করছিলেন। এ সময় একই গ্রামের ৩০ থেকে ৩৫ জন অতর্কিত হামলা চালিয়ে তাকে পিটিয়ে ও কুপিয়ে গুরুতর আহত করে। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওয়াজেদ আলী মারা যান।


হত্যার বদলে হত্যার এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে বৃহস্পতিবার (২৮ আগস্ট) দুপুরে র‌্যাব জিয়াউর রহমান, জয়নাল হক ও নজরুল ইসলামকে গ্রেফতার করেছে। তাদের সকলের বাড়ি দুর্গাপুরের হোজা অনন্তকান্দী গ্রামে


নিউজটি পোস্ট করেছেনঃ ADMIN

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

পানছড়িতে সেনাবাহিনী ও ইউপিডিএফ (মূল) এর মধ্যে গুলিবিনিময়, অত্যাধুনিক অস্ত্র উদ্ধার।