রাজশাহী প্রতিনিধি :
রাজশাহীর দুর্গাপুরে গত ১৪ মে পূর্ব শত্রুতার জেরে মারামারির এক ঘটনায় হাসিবুর নামে এক ব্যক্তির মৃত্যু হয়।
ঘটনায় পরদিন যাদের আসামি করে থানায় হত্যা মামলা হয়, তাদের একজন ওয়াজেদ আলি গ্রেফতার হলেও পরে জামিনে মুক্তি পান।
গত ১০ আগস্ট ওয়াজেদ আলী তাঁর ছেলেকে নিয়ে হোজা বিলে নিজের পানবরজে কাজ করছিলেন। এ সময় একই গ্রামের ৩০ থেকে ৩৫ জন অতর্কিত হামলা চালিয়ে তাকে পিটিয়ে ও কুপিয়ে গুরুতর আহত করে। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওয়াজেদ আলী মারা যান।
হত্যার বদলে হত্যার এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে বৃহস্পতিবার (২৮ আগস্ট) দুপুরে র্যাব জিয়াউর রহমান, জয়নাল হক ও নজরুল ইসলামকে গ্রেফতার করেছে। তাদের সকলের বাড়ি দুর্গাপুরের হোজা অনন্তকান্দী গ্রামে