গফরগাঁও (ময়মনসিংহ) প্রতিনিধিঃ ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির সাবেক যুগ্ম- আহবায়ক ও বর্তমান আহবায়ক কমিটির সম্মানিত সদস্য এবং ময়মনসিংহ- ১০ (গফরগাঁও-পাগলা) আসনের ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী এ্যাডঃ আল ফাতাহ্ খান গফরগাঁও উপজেলার পাঁচবাগ ইউনিয়নের বিএনপির দুই নেতা মৃত্যুবরণ করার তাদের কবর জিয়ারত করেছেন।
তিনি গত শনিবার বিকেলে দলের নেতাকর্মী ও মুসল্লিদের সাথে নিয়ে ইউনিয়নের খুরশিদ মহল গ্রামের ৮নং ওয়ার্ড বিএনপির দুইবারের সভাপতি আবদুল হালিম (নয়া মড়ল) ও ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আজহারুল ইসলাম (বাবুল মেম্বার) এর কবর জিয়ারত করেন ।
এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ বেসরকারি কলেজ শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক জাকারিয়া শরীফ, পাগলা থানা বিএনপির আহবায়ক কমিটির সদস্য আঃ মালেক, সদস্য আমির উদ্দিন পালোয়ান, সদস্য মোঃ আমির হোসেন, পাঁচবাগ ইউনিয়ন বিএনপির নেতা ফজলুল হক মেম্বার, নজমুল হক সবুজ, পাগলা থানা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ন আহবায়ক মোখলেসুর রহমান, ডাঃ মোঃ ইউসুফ, বিপুল সরকার, জাসাসের যুগ্ম আহবায়ক এখলাছ উদ্দিন উজ্জ্বল, মৎসজীবি দলের সদস্য সচিব আপেল মাহমুদ (প্রস্তাবিত), ছাত্র দলের সিনিয়র যুগ্ন আহবায়ক মোজাহিদুল কবির সেলিম সহ যুব দল, সেচ্ছাসেবক দল, ছাত্র দল, কৃষক দল, তাঁতি দল, মৎস্যজিবী দল, উলামা দলের নেতা কর্মী প্রমূখ।
বিশেষ দোয়া মাহফিল শেষে দেশ ও জাতির কল্যাণ, ইসলামি মূল্যবোধ রক্ষা এবং গুম-খুন-দুর্নীতিমুক্ত বাংলাদেশ গঠনের জন্য মোনাজাত করা হয়।