ঢাকা | বঙ্গাব্দ

চট্টগ্রামে আরও ১২ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত

  • আপলোড তারিখঃ 27-06-2025 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 34143 জন
চট্টগ্রামে আরও ১২ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত ছবির ক্যাপশন: ফাইল ছবি
ad728

চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ১২ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। শুক্রবার (২৭ জুন) দুপুরে চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয় এ তথ্য নিশ্চিত করেছে।

জানা গেছে, চট্টগ্রামের ছয়টি হাসপাতাল ও ল্যাবে সর্বমোট ৯১ জনের করোনা নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে চারটি হাসপাতালে ১২ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়।

পরীক্ষার ফলাফল অনুযায়ী:  চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ১৭ জনের মধ্যে ১ জন ,শেভরন ডায়াগনস্টিক সেন্টারে ১৩ জনের মধ্যে ১ জন ,ন্যাশনাল হাসপাতালে ১৯ জনের মধ্যে ১ জন ,মেট্রোপলিটন হাসপাতালে ১৮ জনের মধ্যে ৯ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।

অন্যদিকে, এপিক হেলথ কেয়ার (২১ জন) ও ব্লু ভিউ হাসপাতাল (৩ জন)-এ পরীক্ষার ফলাফলে কেউ করোনাভাইরাসে আক্রান্ত শনাক্ত হননি।

সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম বলেন, “চট্টগ্রামে ৬টি হাসপাতালে নমুনা পরীক্ষা হয়েছে। এর মধ্যে ১২ জনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ পাওয়া গেছে। করোনা মোকাবিলায় জনসচেতনতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সবাইকে স্বাস্থ্যবিধি মানতে এবং প্রয়োজন ছাড়া ঘর থেকে না বের হতে পরামর্শ দেওয়া হচ্ছে।”

চট্টগ্রামে চলতি জুন মাসেই মোট ১২৪ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন, যার মধ্যে ১১ জন জেলার বাসিন্দা। আক্রান্তদের মধ্যে ১ জন শিশু, ৬০ জন নারী এবং ৬৩ জন পুরুষ রয়েছেন।

স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, করোনার সংক্রমণ রোধে নিয়মিত হাত ধোয়া, মাস্ক পরিধান এবং সামাজিক দূরত্ব বজায় রাখার বিকল্প নেই।



নিউজটি পোস্ট করেছেনঃ নিউজ ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

‎লোগাং-এ জুলাই গন অভ্যুত্থানের বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত