ঢাকা | বঙ্গাব্দ

মাকে গালাগাল করার কারণ জানতে চাওয়ায় ছাত্রদল নেত্রীকে কোপাল আওয়ামী লীগ কর্মীরা

চট্টগ্রামের মিরসরাইয়ে নাদিয়া নুসরাত (২২) নামে এক ছাত্রদল নেত্রীর উপর হামলার ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২৯ এপ্রিল) বিকালে উপজেলার মিঠানালা ইউনিয়নের হাদিমুছা এলাকায় আওয়ামী লীগ কর্মীরা এ হামলা চালিয়েছে বলে জানা যায়।
  • আপলোড তারিখঃ 30-04-2025 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 82229 জন
মাকে গালাগাল করার কারণ জানতে চাওয়ায় ছাত্রদল নেত্রীকে কোপাল আওয়ামী লীগ কর্মীরা ছবির ক্যাপশন: আহত ছাত্রদল নেত্রী নাদিয়া নুসরাত
ad728



আমিনুল হক, নিজস্ব প্রতিনিধি:

চট্টগ্রামের মিরসরাইয়ে নাদিয়া নুসরাত (২২) নামে এক ছাত্রদল নেত্রীর উপর হামলার ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২৯ এপ্রিল) বিকালে উপজেলার মিঠানালা ইউনিয়নের হাদিমুছা এলাকায় আওয়ামী লীগ কর্মীরা এ হামলা চালিয়েছে বলে জানা যায়। 


এই হামলায় আহত হয়েছে আরো ৩ জন। আহতরা হলেন, রাহাত (২৭), লাভলু (২৩) ও রোকেয়া তাহমিনা (৪৮)। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। নাদিয়া নুসরাতের মাথায় গুরুতর জখম হওয়ায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে প্রেরণ করা হয়েছে।


ছাত্রদল নেত্রী নাদিয়া নুসরাত বলেন, আমার মাকে গালাগাল করার বিষয়ে জিজ্ঞেস করতে গেলে আওয়ামীলীগের সন্ত্রাসী তামিম, হকসাব, জামশেদ অতর্কিতভাবে আমার উপর হামলা চালায়। তাদের ধারালো অস্ত্রের কোপে আমার মাথায় ৮টি সেলাই দেওয়া হয়েছে।


প্রাথমিক ভাবে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আমি ভর্তি হয়েছি। হামলায় আমার ভাই রাহাত ও লাভলুও গুরুত্বর আহত হয়েছে।


এদিকে হামলার বিষয়ে অভিযুক্ত তামিম জানান, নাদিয়া নুসরাতের নেতৃত্বে আমার মায়ের উপর প্রথমে হামলা হয়েছে। আমার মায়ের মাথায়ও ৮টি সেলাই দেওয়া হয়েছে। আমরা মামলার প্রস্তুতি নিচ্ছি।


মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরী বিভাগে দায়িত্বরত চিকিৎসক ডা. জোবায়ের হোসেন তারেক এ প্রতিনিধিকে জানান, মঙ্গলবার বিকেলে আহত নাদিয়া নুসরাত সহ কয়েকজন হাসপাতালে এসে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। নাদিয়া নুসরাতকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে।


মিরসরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) আতিকুর রহমান জানিয়েছেন, হামলার ঘটনায় নাদিয়া নুসরাতের একটি লিখিত অভিযোগ পেয়েছি। তিনি চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজে গেছেন। আমরা ঘটনাস্থলে পুলিশের একটি টিম পাঠিয়েছি। দুই পক্ষের কয়েকজন আহত হয়েছে। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।


নিউজটি পোস্ট করেছেনঃ ADMIN

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

সাপাহারে জুলাই অভ্যুত্থান দিবস উপলক্ষে ইসলামী আন্দোলনের সমাবেশ ও গণমিছিল