ঢাকা | বঙ্গাব্দ

গফরগাঁওয়ে মৌলিক দক্ষতা যাচাই প্রতিযোগিতা অনুষ্ঠিত

  • আপলোড তারিখঃ 23-09-2025 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 44265 জন
গফরগাঁওয়ে মৌলিক দক্ষতা যাচাই প্রতিযোগিতা অনুষ্ঠিত ছবির ক্যাপশন: ফাইল ছবি
ad728

গফরগাঁও (ময়মনসিংহ) সংবাদদাতাঃ ময়মনসিংহের গফরগাঁওয়ে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের বাংলা, ইংরেজি বিষয়ে পঠন দক্ষতা এবং গণিত বিষয়ের মৌলিক দক্ষতা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২২ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা পরিষদ হল রুমে প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। ক্লাস্টারে প্রথম হয়ে ৩০টি বিদ্যালয়ের ৯০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন।উপজেলা শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) মোঃ নূর-এ-আলম ভূঁইয়া'র সভাপতিত্বে অনুষ্ঠিত 
প্রতিযোগিতায় তিনটি বিষয়ের বিজয়ী ২৭ জন শিক্ষার্থীর হাতে প্রধান অতিথি হিসেবে সনদপত্রসহ পুরস্কার তুলে দেন গফরগাঁও উপজেলা নির্বাহী অফিসার এন. এম. আব্দুল্লাহ-আল- মামুন।
এ সময় তিনি বলেন, শিক্ষার্থীদের মেধা বিকাশের জন্য শিক্ষার্থীদের বাংলা, ইংরেজি বিষয়ে পঠন দক্ষতা এবং গণিত বিষয়ের মৌলিক দক্ষতা বৃদ্ধি করার জন্য এ উদ্যোগ গ্রহণ সত্যিই প্রশংসিত। আমি চাই এটি যেন সমগ্র বাংলাদেশে ছড়িয়ে যায়। এতে করে শিক্ষার্থীরা উদ্বুদ্ধ হবে।

উপজেলা শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) মোঃ নূর-এ-আলম ভূঁইয়া বলেন, প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী বাংলা, ইংরেজি বিষয়ে পঠনের জড়তা কাটাতে এবং গণিত বিষয়ের ভীতি দূর করতেই এই আয়োজন করা হয়েছে। এই কর্মসূচী অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

উপজেলা সহকারি শিক্ষা অফিসার মোঃ সবুজ মিয়া ও সায়মা সুলতানা'র সঞ্চালনায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউআরসি ইন্সট্রাক্টর শাহ আলম এবং উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসারবৃন্দ, বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান, শিক্ষক- শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।


নিউজটি পোস্ট করেছেনঃ নিউজ ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

শার্শায় সালিশ বৈঠকে রক্তক্ষয়ী সংঘর্ষে একই পরিবারের ১০ জন আহত