শ্রদ্ধার ফলশ্রুতি
-আমিনুল হক নজরুল
তুমি মানুষ হবে,
আমি লাশ হবো।
অথবা,
তুমি হাসবে,
আমি গন্ধ হবো।
পৃথিবীর আলোতে হাঁটবে তুমি,
একটি ছায়া হয়ে যাব আমি,
স্মৃতির পাতায় ভেসে বেড়াবো
হামেশাই দিবস যামী।
কখনো তোমার কথায়—
ভেসে উঠবে আমার নাম,
স্বপ্নের আঁখিতে,ভাঙা হৃদয়ের সুরে-
রয়বে না আর বদনাম।
তুমি মানুষ হবে-
অমর দিনের বীজ,
আমি লাশ হবো-
শ্রদ্ধার ফলশ্রুতি।