ঢাকা | বঙ্গাব্দ

গফরগাঁওয়ে ব্রহ্মপুত্র নদে খুরশিদমহল ব্রিজে মানুষের ঢল

ময়মনসিংহের গফরগাঁও উপজেলার পাঁচবাগ ইউনিয়নের ব্রহ্মপুত্র নদে খুরশিদমহল ব্রিজে ঈদ উল ফিতরে দ্বিতীয় দিনে শত শত মানুষের ঢল। প্রচণ্ড ভিড় উপেক্ষা করে আনন্দ উৎসবে মেতে উঠেছে ঘুরতে আসা শত শত ভ্রমণ পিপাসু দর্শনার্থী।
  • আপলোড তারিখঃ 01-04-2025 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 100785 জন
গফরগাঁওয়ে ব্রহ্মপুত্র নদে খুরশিদমহল   ব্রিজে মানুষের ঢল ছবির ক্যাপশন: গফরগাঁওয়ে ব্রহ্মপুত্র নদে খুরশিদমহল ব্রিজে মানুষের ঢল
ad728


রফিকুল ইসলাম খান, গফরগাঁও প্রতিনিধি:

ময়মনসিংহের গফরগাঁও উপজেলার পাঁচবাগ ইউনিয়নের ব্রহ্মপুত্র নদে খুরশিদমহল ব্রিজে ঈদ উল ফিতরে দ্বিতীয় দিনে শত শত মানুষের ঢল। প্রচণ্ড ভিড় উপেক্ষা করে আনন্দ উৎসবে মেতে উঠেছে ঘুরতে আসা শত শত ভ্রমণ পিপাসু দর্শনার্থী।

সরেজমিনে দেখা যায়, উপজেলা শহর হতে প্রায় ১১ কিলোমিটার দূরে পাঁচবাগ ইউনিয়নের খুরশিদমহল এলাকার ব্রিজটির অবস্থান। আজ মঙ্গলবার ঈদের দ্বিতীয় দিন দুপুরে পর থেকেই বিভিন্ন এলাকা থেকে শত শত দর্শনার্থী ভ্রমণে আসেন মনোরম এই খোলা জায়গায়। ব্রিজটির দু’দিকে জলাশয় এবং সবুজের সমারোহে দর্শনার্থীদের বিমোহিত করে তোলে।

ব্রিজ সংলগ্ন এলাকায় দেখা যায়, ঈদ আনন্দ উপভোগ করতে উৎসবে মেতে উঠেছে বিভিন্ন শ্রেণী-পেশার দর্শনার্থীরা। পরিবারের ছোট ছোট শিশু, স্কুল-কলেজের শিক্ষার্থী, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, কবি, লেখক, রাজনীবিদ ও গণমাধ্যমকর্মীসহ সব শ্রেণী-পেশার মানুষ ছুটে আসে এই খুরশিদমহল ব্রিজ নামে খ্যাত এলাকায় প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে। সুন্দর এই মুহূর্তকে ধরে রাখতে অনেকেই সেলফি তুলতে ব্যস্ত সময় কাটাচ্ছেন।

খুরশিদমহল ব্রিজের প্রকৃতিকে উপভোগ করতে আসা খুরশিদমহল এলাকার আলামিন লিয়ন, ঈশিতা, লিজা, উজ্জ্বল,

চরশাঁখচূড়া এলাকার সাংবাদিক পুত্র সাজিদ খান, ফাহাদ, সাদিয়া, সায়মা, লামকাইন এলাকায় লিমন, নাসিম, পাশ্ববর্তী হোসেনপুর এলাকার সুমন, ইভা, শাহনাজ, তারেক ও পাকুন্দিয়া এলাকার নব দম্পতি শায়লা-ইমন, পারভেজ- যুথি এই সংবাদদাতাকে জানান, ঈদের ছুটিতে প্রাকৃতিক পরিবেশে পরিবারের স্বজনদের নিয়ে বেড়াতে এসেছি। ভালো লাগছে খুবই।


নিউজটি পোস্ট করেছেনঃ ADMIN

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

সাপাহারে জুলাই অভ্যুত্থান দিবস উপলক্ষে ইসলামী আন্দোলনের সমাবেশ ও গণমিছিল