প্রিয় রবি
কামরুন নাহার বিশ্বাস
বিশ্বকবি বঙ্গ বাসীর
সবার প্রিয় রবি,
তাঁর মশির আঁচড়ে
এঁকেছেন জীবন্ত ছবি।
রত্নগর্ভা মা'য়ের কোলে
দীপ্তমান উদিত রবি,
কবি গুরুর খ্যাতি তাঁর
তিনিই বিশ্বকবি।
কাব্য গুনে নোবেল এলো
বঙ্গ সাহিত্যের বুনণে,
রবির আলোয় বিশ্ব আলো
গীতাঞ্জলি আর গানে।
ভাগ্য গুনে এমন মনিষী
জন্মালেন পঁচিশে বৈশাখে, ভালোবেসে হৃদয় জুড়ে
বিশ্বের মানুষ রাখে।
স্মৃতির পাতায় অম্লান তুমি
সারা বিশ্বে রবে,
গল্প নাটক উপন্যাস ছবি
যতদিন আছে ভবে।
কাব্যাকাশের রবি তিনি
নাট্য সংগীতে সেরা,
বঙ্গ সাহিত্যের অঙ্গন জুড়ে
তার কীর্তি ঘেরা।