ঢাকা | বঙ্গাব্দ

বরেন্দ্র অঞ্চলে খরা মোকাবেলায় নওগাঁয় রোডশো

বরেন্দ্র অঞ্চলে ক্রমশ ভূগর্ভস্থ পানি হ্রাস পাচ্ছে। এ সমস্যা মোকাবেলায় পানির অপচয় রোধে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে নাগরিক সংযোগ সিএসও হাব, নওগাঁর উদ্যোগে নওগাঁ শহরের দয়ালের মোড়ে এক রোডশো অনুষ্ঠিত হয়।
  • আপলোড তারিখঃ 27-09-2025 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 38220 জন
বরেন্দ্র অঞ্চলে খরা মোকাবেলায় নওগাঁয় রোডশো ছবির ক্যাপশন: রোড শো
ad728



স্টাফ রিপোর্টার:

বরেন্দ্র অঞ্চলে ক্রমশ ভূগর্ভস্থ পানি হ্রাস পাচ্ছে। এ সমস্যা মোকাবেলায় পানির অপচয় রোধে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে নাগরিক সংযোগ সিএসও হাব, নওগাঁর উদ্যোগে  নওগাঁ শহরের দয়ালের মোড়ে এক রোডশো অনুষ্ঠিত হয়।


রোডশোতে ১৬টি সিএসও সংগঠনের প্রতিনিধি ছাড়াও বিভিন্ন শ্রেণি-পেশার ৫০ জনেরও বেশি মানুষ অংশ নেন। অনুষ্ঠানে হাবের সভাপতি ফজলুল হক পানির গুরুত্ব তুলে ধরে বক্তব্য দেন।

এছাড়া নওগাঁ জেলা প্রেসক্লাবের সভাপতি রায়হান আলম, সাপাহার প্রেসক্লাবের সভাপতি তসলিম উদ্দীন, আদিবাসী নেতা অজিত মুন্ডা, সাংবাদিক বাবুল আকতার, প্রদীপ সাহা, নিশান এনজিও’র পরিচালক মাহিদুর রহমান এবং বিডিও সুশীল প্রকল্পের সমন্বয়ক শামসুল হক উপস্থিত ছিলেন।


বক্তারা বলেন, ভূগর্ভস্থ পানির স্তর ক্রমেই নিচে নেমে যাচ্ছে, তাই পানির অপচয় রোধ ও বিকল্প উৎস সংরক্ষণ এখন সময়ের দাবি।


নিউজটি পোস্ট করেছেনঃ ADMIN

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

আমি দলে কোন্দল দেখতে চাইনা, যদি কারও কোন্দলে দল ভোট কম পায়, তাকে ক্ষমা করা হবেনা। বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা এড. ফজলুর রহমান