ঢাকা | বঙ্গাব্দ

কসবায় স্ত্রী ও শ্যালিকাকে শ্বাসরোধে নির্মমভাবে হত্যা করে উধাও ছামিউল

  • আপলোড তারিখঃ 03-03-2025 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 5911 জন
কসবায় স্ত্রী ও শ্যালিকাকে শ্বাসরোধে নির্মমভাবে হত্যা করে উধাও ছামিউল ছবির ক্যাপশন: নিহত জ্যোতি আক্তার ও স্মৃতি আক্তার
ad728

০৩ রমজান, সেহরির শেষ সময় : ৪-৫৭ মিঃ, ইফতার : ৬-০৪ মিঃ


কসবা (ব্রাহ্মণবাড়িয়া) উপজেলা সংবাদদাতা:

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় স্ত্রী ও শ্যালিকাকে শ্বাসরোধ করে নির্মমভাবে হত্যার অভিযোগ উঠেছে। রোববার (২ মার্চ) রাতে উপজেলার গোপিনাথপুর ইউনিয়নের ধ্বজনগর গ্রামে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন, ধ্বজনগর গ্রামের মৃত রৌশন মিয়ার মেয়ে জ্যোতি আক্তার (২০) ও স্মৃতি আক্তার (১৩)।

নিহত জ্যোতি আক্তারের স্বামী ছামিউল ইসলাম ঘটনার পর থেকে পলাতক রয়েছে। পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। দুই সহোদর বোন হত্যা ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

নিহতদের চাচি জরিনা বেগম বলেন, দেড় বছর আগে পার্শ্ববর্তী কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলা জামতলী গ্রামের ফারুক মিয়ার ছেলে ছামিউল ইসলামের সাথে জ্যোতি আক্তারের পারিবারিকভাবে বিয়ে হয়। বিয়ের পর থেকে স্বামীর বাড়িতে মানসিকভাবে নির্যাতনের শিকার ছিলো জ্যোতি। এক মাস আগে স্ত্রী জ্যোতি আক্তার স্বামীসহ বাপের বাড়ি বেড়াতে আসে। স্বামী কয়েকদিন থেকে স্ত্রীকে বাবার বাড়ি রেখে চলে যায়। এক সপ্তাহ আগে জ্যোতির স্বামী ছামিউল ইসলাম আবারও শ্বশুরবাড়িতে বেড়াতে আসে। সোমবার ( ৩ মার্চ) সকালে জ্যোতির ছোট ভাই জাহিদ মিয়া (১১) ঘুম থেকে উঠে দেখতে পায় তার দুলাভাই ঘরে নেই। পরে বড় দুই বোনকে ঘুম থেকে উঠাতে ডাক দেয়। তাদের কোনো সাড়া না পেয়ে জাহিদ আমাকে ডেকে আনে। আমি এসে দেখতে পাই খাটের উপর দুই বোনের মৃতদেহ পড়ে আছে। তাদের নাক-মুখ দিয়ে রক্ত পড়ছে। তাদের বসত ঘরের আলমারি খোলা। আলমারিতে থাকা অলংকার ও টাকা-পয়সা নিয়ে পালিয়ে গেছে ছামিউল। তাদের আর্তচিৎকারে প্রতিবেশীরাও ছুটে এসে দেখতে পায় কম্বল দিয়ে ঢেকে রাখা দুই বোনের মৃতদেহ। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠায়। 

কসবা থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ আবদুল কাদের ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ধারণা করা হচ্ছে দুই বোনকে শ্বাসরোধে হত্যা করে ঘাতক স্বামী ছামিউল ইসলাম পালিয়ে গেছে। তাদের গলায় আঘাতের চিহ্ন রয়েছে। ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। পলাতক ছামিউলকে গ্রেপ্তারের প্রচেষ্টা অব্যাহত আছে।


নিউজটি পোস্ট করেছেনঃ ADMIN

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

অষ্টগ্রামে পারিবারিক খামার স্থাপন, সম্প্রসারণ এবং বায়োগ্যাস প্রযুক্তি বিষয়ক প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠান