ঢাকা | বঙ্গাব্দ

পবিত্র কাবা শরীফে একদিনে রেকর্ডসংখ্যক মানুষের ওমরা পালন

মুসলিমদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ মসজিদ হচ্ছে পবিত্র কাবা শরীফ।গত বৃহস্পতিবার (৬ মার্চ) কাবায় প্রবেশ করেছেন ৫ লাখ ওমরাহযাত্রী।এর আগে ওমরায় যা কখনো হয়নি। কাবা শরীফে একদিনে এতসংখ্যক ওমরাহযাত্রীর প্রবেশের ঘটনা এই প্রথম।
  • আপলোড তারিখঃ 08-03-2025 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 34706 জন
পবিত্র কাবা শরীফে একদিনে রেকর্ডসংখ্যক মানুষের ওমরা পালন ছবির ক্যাপশন: ফাইল ছবি
ad728


নিউজ ডেস্ক :

মুসলিমদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ মসজিদ হচ্ছে পবিত্র কাবা শরীফ।গত বৃহস্পতিবার (৬ মার্চ) কাবায় প্রবেশ করেছেন ৫ লাখ ওমরাহযাত্রী।এর আগে ওমরায় যা কখনো হয়নি। কাবা শরীফে একদিনে এতসংখ্যক ওমরাহযাত্রীর প্রবেশের ঘটনা এই প্রথম।


 শুক্রবার (৭ মার্চ) কাবা শরীফ ও মসজিদে নববী রক্ষণাবেক্ষণ কর্তৃপক্ষ দ্য জেনারেল প্রেসিডেন্সি ফর অ্যাফেয়ার্স অব দ্য গ্র্যান্ড মস্ক অ্যান্ড প্রোফেট’স মস্ক এর বরাত এই তথ্য জানানো হয়।


দ্য জেনারেল প্রেসিডেন্সি ওমরাহ ও হজযাত্রীদের এই জমায়েত সামলাতে সম্প্রতি বিভিন্ন পদক্ষেপ নিয়েছে।

পদক্ষেপে রয়েছে স্টেট অব দ্য আর্ট মনিটরিং ব্যবস্থার ব্যবহার। এই ব্যবস্থাতে রাডার সেন্সরের মাধ্যমে কাবা শরীফে প্রবেশ করা মুসল্লিদের রেকর্ড রাখা হয়। তাছাড়া মুসল্লিদের গতিবিধি ও নিরাপত্তা পর্যবেক্ষণের জন্য পবিত্র কাবা চত্বরের বিভিন্ন স্থানে স্মার্ট ক্যামেরাও লাগানো হয়।


এই যৌথ নজরদারি ব্যবস্থা হজ ও ওমরাহযাত্রীদের ভিড় ব্যবস্থাপনার কাজটি সহজ করেছে কর্তৃপক্ষের জন্য। বিশেষ করে কাবার চারপাশের এলাকা এবং সাফা ও মারওয়া পাহাড়ের মধ্যবর্তী এলাকায় ওমরাহ্‌ যাত্রীদের ভিড় ব্যবস্থাপনায় এই যৌথ নজরদারি ব্যবস্থা সফল ভাবে কাজ করছে ।


কাবার এলাকা জুড়ে নিয়মিত নিরাপত্তা টহল পরিচালিত হয়ে থাকে। এবার ওমরাহযাত্রীদের সংখ্যা বেশি থাকার কারণে রোজার সময় বিশেষ নিরাপত্তা টহল দল সার্বক্ষণিক কাজ করছে ।


নিউজটি পোস্ট করেছেনঃ ADMIN

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

অষ্টগ্রামে বজ্রপাতে নিহত ইন্দ্রজিতের পরিবারের সাথে সাক্ষাৎ করলেন জেলা কৃষক দলের নেতৃবৃন্দ