আমিনুল হক, নিজস্ব প্রতিনিধি:
একদিন-দুইদিন নয়, টানা ১৩ দিন খাটের উপর হাত-পা টানা দিয়ে বেঁধে রাখা হয় বৃদ্ধ খুইল্লা মিয়াকে।
৬৫ বছরের এই বৃদ্ধের ওপর এমন বর্বর ও অমানবিক অত্যাচার চালিয়েছেন তাঁর সন্তানরা তাদেরকে সম্পত্তি না লিখে দেওয়ার কারণে।
পাশের ভবনের একজন বিষয়টি দেখে স্থানীয় জনপ্রতিনিধিদের খবর দেন। আজ শনিবার (৮মার্চ) ছাত্রদলের নেতাকর্মীরা গিয়ে বৃদ্ধ বাবাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। তিনি এখন সেখানে আইসিইউতে ভর্তি রয়েছেন।
চট্টগ্রামের ১৭ নম্বর পশ্চিম বাকলিয়ার শান্তিনগর নিরাপদ হাউজিং সোসাইটিতে খুইল্লা মিয়ার ভবনে এমন বর্বর ঘটনাটি ঘটেছে। এই ঘটনায় বৃদ্ধের দুই ছেলেকে আটক করেছে পুলিশ।
চট্টগ্রাম চকবাজার ছাত্রদলের জ্যেষ্ঠ যুগ্ম আহবায়ক আব্দুল কাদের জানান, আমাদেরকে বাকলিয়ার এক বড় ভাই বিষয়টি জানালে আমরা ওই বাড়িতে গিয়ে দুই ছেলে,মেয়ে ও স্ত্রীর সামনে বৃদ্ধকে চার হাত-পা বাঁধা অবস্থা দেখতে পাই। তারপর তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাই। কর্তব্যরত চিকিৎসক তাঁকে তাৎক্ষণিকভাবে আইসিইউতে ভর্তির পরামর্শ দেন। তিনি এখন সেখানেই চিকিৎসাধীন রয়েছেন।
বৃদ্ধ খুইল্লা মিয়া ছেলেদের সম্পত্তি লিখে না দেওয়ায় ১৩ দিন হাত-পা বেঁধে তাঁকে অত্যাচার করা হয়েছে বলে আমাদের জানিয়েছেন। দুই ছেলে কিছুদিন পর পর তার থেকে ৫ লাখ, দুই লাখ টাকা জোর করে নিতেন। টাকা না দিলেই অত্যাচার করতেন।
পুলিশ ও ছাত্র নেতারা জানিয়েছেন,খুইল্লা মিয়ার হার্টে রিং পরানো আছে। টানা ১৩ দিন এভাবে নির্যাতনের কারণে তাঁর হার্টের অবস্থা আরও খারাপ হয়ে গেছে। বৃদ্ধের একটি ভবন আছে। তাঁর সম্পত্তি লিখে না দেওয়ায় সন্তানরা তাঁকে নির্যাতন চালায়।তাঁকে তাঁর সন্তানরা পাগল বললেও নিজে পাগল নন বলে জানিয়েছেন তিনি।
বাকলিয়া থানার ওসি ইখতিয়ার উদ্দিন জানান,দুই জনকে ৫৪ ধারায় আটক করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এখনও এই ঘটনায় কোনো মামলা হয়নি।