অনুভূতি
সৈয়দা রাজিয়া সুলতানা( শিম্মা)
আমি অনুভূতি শূন্য
আমাকে অরণ্য করতে পারেনি
সবুজ।
আকাশের রংধনুর কাছে চেয়েছিলাম একটা রং
কিন্তু সাত রং থেকে দিতে
পারেনি একটু রং।
আমার বুকের ভেতর রংহীন।
আবির আমায় ছুঁতে পারেনি।
সর্বাঙ্গ হয়ে গেছে ফ্যাকাসে।
আমার কণ্ঠে দেয়নি সুর
তাইতো বেসুরো গলায় কথা বলি।
প্রতি বসন্তে ডাকে কোকিল
আমি তাকিয়ে থাকি ওদের
দিকে
কি অসীম তৃষ্ণা আমার গান গাইবার।
আমার জীবনে আসেনি কোনো
ফাগুন,
তবুও কৃষ্ণচূড়া, পলাশ, শিমুল
আমার প্রিয় ফুল।
কোনো ঋতুচক্র নাই আমার
জীবনে।
আমার প্রিয় নদী কিন্তু
নদী থাকে বিপরীতে।
আমি অনুভূতি শূন্য হয়ে গেছি।