ইকবাল হোসাইন , পানছড়ি প্রতিনিধি, খাগড়াছড়ি।
পানছড়ি সাবজোন (৩০ বীর আওতাধীন) কর্তৃক মানবিক সহায়তা হিসেবে অসহায় ও দুস্থ পাহাড়ি-বাঙালিদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (৭ আগস্ট) সকাল ১০ টায় পানছড়ি সাবজোনের এমটি গ্যারেজ প্রাঙ্গণে এ কার্যক্রম অনুষ্ঠিত হয়। পানছড়ি সাবজোন কমান্ডার ক্যাপ্টেন মাহফুজুল ইসলাম নিজে উপস্থিত থেকে এসব ত্রাণ সামগ্রী বিতরণ করেন।
এ সময় মোট ৪০ জন পাহাড়ি ও বাঙালি অসহায়-দুস্থ মানুষের মাঝে চাল ৫ কেজি, চিনি ১ কেজি, ডাল ১ কেজি, ছোলা ১ কেজি ও আটা ২ কেজি করে ত্রাণ প্রদান করা হয়।
ত্রাণ বিতরণ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সিনিয়র ওয়ারেন্ট অফিসার বাহার উদ্দিন, সিনিয়র ওয়ারেন্ট অফিসার মির্জা মোস্তাফিজুর রহমান (ক্যাস্প জেসিও) সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ।
স্থানীয়রা জানান, এই সহায়তা তাঁদের জীবনে কিছুটা স্বস্তি ও ভরসা এনে দিয়েছে। নিয়মিতভাবে এ ধরনের মানবিক উদ্যোগ অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন উপকারভোগীরা।