গফরগাঁও (ময়মনসিংহ) প্রতিনিধিঃ
জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম দলকে শক্তিশালী করার লক্ষ্যে সাংগঠনিক কাজের অংশ হিসেবে ময়মনসিংহের গফরগাঁওয়ে গফরগাঁওয়ে মুক্তিযুদ্ধের প্রজন্ম দলের মোটরসাইকেল ও পথসভা করেছেন জেলা নেতৃবৃন্দ। গত রোববার দিনব্যাপী গফরগাঁও উপজেলা ও পাগলা থানার বিভিন্ন ইউনিয়নে এই মোটরসাইকেল শোডাউন ও পথসভা অনুষ্ঠিত হয়।
স্থানীয় মুক্তিযুদ্ধের প্রজন্ম দলের নেতাকর্মীরা এসময় জেলা মুক্তিযুদ্ধের প্রজন্ম দলের নেতৃবৃন্দদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
মোটরসাইকেল শোডাউন ও পথসভায় এসময় উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলা মুক্তিযুদ্ধের প্রজন্ম দলের আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব, সিনিয়র যুগ্ম- আহ্বায়ক আমিনুল ইসলাম চঞ্চল, যুগ্ম - আহবায়ক রাশেদুল ইসলাম রাশেদ ও ফরহাদ হোসেন, গফরগাঁও উপজেলা মুক্তিযুদ্ধের প্রজন্ম দলের তাইজুদ্দিন মেম্বার, মিন্টু মিয়া, ফাহাদ ব্যাপারী, পাগলা থানা মুক্তিযুদ্ধের প্রজন্ম দলের আহবায়ক পদপ্রার্থী মাহমুদুর রহমান সুজন, নাসির হোসেন, আকরাম খান, রাসেল সরকার, কাউসার, আলামিনসহ মুক্তিযুদ্ধের প্রজন্ম দলের শত শত নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।