আমিনুল হক,নিজস্ব প্রতিনিধি:
চট্টগ্রামের হাটহাজারী মাদ্রাসার সামনে মধ্যমা আঙ্গুল দেখিয়ে অশালীন অঙ্গভঙ্গি করে ফেসবুকে পোস্ট দেওয়ার ঘটনায় পোষ্টদাতা আরিয়ান ইব্রাহীম (২০) নামের যুবককে আটক করেছে পুলিশ।
ঘটনার পরে অভিযুক্ত ওই যুবক ফেসবুকে পোস্ট করা এক ভিডিও বার্তায় দুঃখপ্রকাশ করে ক্ষমা চাইলেও এ ঘটনায় হাটহাজারীতে চরম উত্তেজনা বিরাজ করছে।
আজ শনিবার (৬ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টার দিকে জশনে জুলুস থেকে ফেরার পথে ফটিকছড়ি পৌরসভার শফিকিয়া দরবার শরীফ এলাকা থেকে তাকে আটক করা হয়। আটককৃত ইব্রাহীম ওই এলাকার মৃত মো. মুছার ছেলে।
পুলিশ জানিয়েছে,আজ দুপুরে চট্টগ্রামের জশনে জুলুসে যাওয়ার পথে হাটহাজারী মাদ্রাসার সামনে দাঁড়িয়ে অশালীন ভঙ্গি করে ছবি তোলে এই আরিয়ান। সেই ছবি ফেসবুকে পোস্ট করলে মুহূর্তেই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।আর এতেই ফটিকছড়ি ও হাটহাজারীর কওমী অঙ্গনে ব্যাপক ক্ষোভ ও উত্তেজনার সৃষ্টি হয়।
আরিয়ান তার ফেসবুক আইডিতে নিজেকে ফটিকছড়ি পৌরসভার ৩নং ওয়ার্ড ছাত্রদলের সভাপতি পরিচয় দিলেও সংগঠনটির সভাপতি একরাম উল্লাহ চৌধুরী জানান, তিনি ছাত্রদলের কেউ নন। বিভ্রান্তি ছড়ানোর অভিযোগে তার বিরুদ্ধে সংগঠনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং প্রশাসনকে আইনগত পদক্ষেপ নিতে অনুরোধ জানানো হয়েছে।
পুলিশ তাকে আটক করে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নিয়েছে বলে জানিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার কাজী তারেক আজিজ।
এদিকে এই ঘটনার পরেই হাটহাজারী মাদ্রাসা এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। মাদ্রাসা কর্তৃপক্ষ মাইকে ঘোষণা দিয়ে তাদের ছাত্রদের শান্ত থাকতে আহ্বান জানায়। তবে কওমী অঙ্গনের একাংশ হাটহাজারী বাসস্টেশন এলাকায় অবরোধ করে এবং কয়েকটি গাড়িতে ভাঙচুর চালায়।
ফটিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোজাম্মেল হক চৌধুরী জানিয়েছেন, অভিযুক্তকে দ্রুত গ্রেফতার করে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তিনি এলাকাবাসীকে সচেতন থাকার জন্য আহ্বান জানান।