ঢাকা | বঙ্গাব্দ

একুশের প্রথম প্রহরে ভাষা শহিদদের প্রতি কমলগঞ্জ প্রেসক্লাবের শ্রদ্ধা নিবেদন

ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছে কমলগঞ্জ প্রেসক্লাব। শুক্রবার(২১ ফেব্রুয়ারি) একুশের প্রথম প্রহরে রাত ১২ টা ১ মিনিটে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পন করে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান কমলগঞ্জ প্রেক্লাবের সাংবাদিকরা।
  • আপলোড তারিখঃ 21-02-2025 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 11370 জন
একুশের প্রথম প্রহরে ভাষা শহিদদের প্রতি কমলগঞ্জ প্রেসক্লাবের শ্রদ্ধা নিবেদন ছবির ক্যাপশন: একুশের প্রথম প্রহরে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহিদদের প্রতি কমলগঞ্জ প্রেসক্লাবের শ্রদ্ধাঞ্জলী
ad728


মৌলভীবাজার প্রতিনিধি: মহান শহীদ দিবস ও আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছে কমলগঞ্জ প্রেসক্লাব।

শুক্রবার(২১ ফেব্রুয়ারি) একুশের প্রথম প্রহরে রাত ১২ টা ১ মিনিটে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পন করে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান কমলগঞ্জ প্রেক্লাবের সাংবাদিকরা।

এ সময় উপস্থিত ছিলেন কমলগঞ্জ প্রেসক্লাবের আহবায়ক এম এ ওয়াহিদ রুলু,সদস্য সচিব আহমেদুজ্জামান আলম, আহবায়ক কমিটির সদস্য নির্মল এস পলাশ, সালাহউদ্দিন শুভ,সাংবাদিক মোনায়েম খাঁন, মুমিনুল ইসলাম,জাহেদ আহমদ, রাজন আবেদীন, মালিক মিয়া প্রমুখ।

এর আগে কমলগঞ্জ কেন্দ্রীয় শহিদ মিনারে  কমলগঞ্জ উপজেলা প্রশাসন, কমলগঞ্জ থানা, কমলগঞ্জ পৌরসভা, বাংলাদেশ জাতীয়তাবাদী দল ও অঙ্গ সংগঠন, উপজেলা স্কাউটস, ফায়ার সার্ভিস, বন বিভাগ, পল্লি বিদ্যুৎ, আনসার ভিডিপি, লেডিস ক্লাব, মণিপুরী ললিতকলা একাডেমি,বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধিসহ বিভিন্ন স্কুল - কলেজ, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

পরে ১৯৫২ সালে মাতৃভাষার জন্য আত্মদানকারী শহিদদের ও জুলাই -আগস্ট বিপ্লবে নিহত শহিদদের আত্মার মাগফেরাত কামনা করে মোনাজাত করা হয়।


নিউজটি পোস্ট করেছেনঃ ADMIN

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

গফরগাঁওয়ে খালেদা জিয়ার দীর্ঘায়ু ও সুস্থতা কামনায় দোয়া ও ইফতার মাহফিল