ঢাকা | বঙ্গাব্দ

কটিয়াদীতে উপ-প্রশাসনিক কর্মকর্তা ইসমাইলের দাফন সম্পন্ন

কিশোরগঞ্জের কটিয়াদীতে উপজেলা পরিষদ কার্যালয়ের উপ-প্রশাসনিক কর্মকর্তা মো. ইসমাইল হোসেন (৫৫) দাফন সম্পন্ন করা হয়েছে।
  • আপলোড তারিখঃ 06-09-2025 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 14539 জন
কটিয়াদীতে উপ-প্রশাসনিক কর্মকর্তা ইসমাইলের দাফন সম্পন্ন ছবির ক্যাপশন: উপ-প্রশাসনিক কর্মকর্তা মোঃ ইসমাইল হোসেন
ad728



মাইনুল হক মেনু, স্টাফ রিপোর্টার : 

কিশোরগঞ্জের কটিয়াদীতে উপজেলা পরিষদ কার্যালয়ের উপ-প্রশাসনিক কর্মকর্তা মো. ইসমাইল হোসেন (৫৫) দাফন সম্পন্ন করা হয়েছে।

তিনি সড়ক দূর্ঘটনায় আহত হয়ে শনিবার ভোরে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন) মৃত্যুকালে তিনি এক স্ত্রী, তিন পুত্র সন্তানসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। তিনি উপজেলার জালালপুর ইউনিয়নের দক্ষিণ ঝাকালিয়া গ্রামের মৃত হেলিমের বড় ছেলে।

জানা যায়, গত মঙ্গলবার মাগরিবের নামাজ পড়ে কটিয়াদী বাস্ট্যান্ড এলাকায় রাস্তা পারাপারের সময় সিএনজি অটোরিকশা ধাক্কা দিলে গুরুতর আঘাতপ্রাপ্ত হন। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় ল্যাবএইড হাসপাতালে ভর্তি  করা হয়। শনিবার ভোরে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যায়। 

শনিবার দুপুর ২:৩০ মিনিটের সময় জালালপুর উত্তর কান্দা ঈদগাহ মাঠে জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

জানাজার নামাজে উপস্থিত ছিলেন, কটিয়াদী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) লাবনী আক্তার তারানা, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ শফিকুল ইসলাম ভূইয়া, উপজেলা বিএনপির সাধারন সম্পাদক আরিফুর রহমান কাঞ্চন, কটিয়াদী পৌর বিএনপির সভাপতি আশরাফুল হক দাদন, জালালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ রফিকুল আলম রফিক, স্বাস্থ্য বিভাগের সাবেক পরিচালনা ডাঃ মুক্তাদির ভূইয়া বাচ্চু, উপজেলা যুবদলের আহবায়ক মাহবুবুল আলম মাসুদ, কটিয়াদী বাজার বণিক সমিতির সাধারন সম্পাদক ও পৌর যুবদলে আহবায়ক মোঃ জিল্লুর রহমান, ফেকামারা ফায়জুল উলুম দাখিল মাদ্রাসার সাবেক প্রিন্সিপাল মাওলানা রফিকুল ইসলাম, সাবেক বন কর্মকর্তা মোঃ হারুন অর রশিদ, ডিসি অফিসের প্রতিনিধি হাসান মাহমুদ, উপজেলা পরিষদের প্রতিনিধি মোঃ নাজির উদ্দিন, কটিয়াদী মডেল মসজিদের খতিব, কামাল উদ্দিন জাফরী, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান শফিকুল ইসলাম মোড়ল, মোঃ বদরুল আলম নাঈম ও উপজেলা পরিষদের বিভিণ্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীসহ অসংখ্য শুভাকাঙ্খীবৃন্দ। 

কটিয়াদী উপজেলা পরিষদ কার্যালয়ের উপ-প্রশাসনিক কর্মকর্তা মোঃ ইসমাইল হোসেনের মৃত্যুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাইদুল ইসলাম প্রশাসনের পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করেছেন।


নিউজটি পোস্ট করেছেনঃ ADMIN

কমেন্ট বক্স
notebook

পানছড়িতে সেনাবাহিনী ও ইউপিডিএফ (মূল) এর মধ্যে গুলিবিনিময়, অত্যাধুনিক অস্ত্র উদ্ধার।