প্রেম ডাকে আমাকে।
-আমিনুল হক নজরুল
বুকের পাঁজর ভেদিয়া হৃদয়ের গভীর থেকে-
তোমার প্রেম ডাকে আমাকে,
আমি যদিও খুবই বেকুব,
তবুও আমার চোখ দেখুক-
কেমন করে তোমার চোখে সোহাগের নেশা দোল খায়।
তোমার চুলে বাতাসের স্পর্শ লাগুক,
মৃগনাভির সুবাস এসে পরাণ শীতল করুক।
আমি বোবা,অসহায় যদিও,
উপলব্ধি ও অনুভূতিতে তবুও-
তোমাকে দেখি আর বারংবার তোমাতেই ডুবে যাই।