ঢাকা | বঙ্গাব্দ

প্রেম ডাকে আমাকে

প্রেম ডাকে আমাকে
  • আপলোড তারিখঃ 19-05-2025 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 67496 জন
প্রেম ডাকে আমাকে ছবির ক্যাপশন: কবি আমিনুল হক নজরুল
ad728

প্রেম ডাকে আমাকে।

-আমিনুল হক নজরুল


বুকের পাঁজর ভেদিয়া হৃদয়ের গভীর থেকে-

তোমার প্রেম ডাকে আমাকে,

আমি যদিও খুবই বেকুব,

তবুও আমার চোখ দেখুক-

কেমন করে তোমার চোখে সোহাগের নেশা দোল খায়।


তোমার চুলে বাতাসের স্পর্শ লাগুক,

মৃগনাভির সুবাস এসে পরাণ শীতল করুক।

আমি বোবা,অসহায় যদিও,

উপলব্ধি ও অনুভূতিতে তবুও-

তোমাকে দেখি আর বারংবার তোমাতেই ডুবে যাই।


নিউজটি পোস্ট করেছেনঃ ADMIN

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

সাপাহারে জুলাই অভ্যুত্থান দিবস উপলক্ষে ইসলামী আন্দোলনের সমাবেশ ও গণমিছিল