চোখের ঢাকনি লোভ
খলিলুর রহমান খলিল
বুক ভরা লোভ বন্ধু তোমার
দু'চোখে ঢাকনি পরা,
নতুবা দেখিতে নিজেকে সেবিতে
ভালো নয় লোভ করা।
লোভ লালসায় মর্ত্য হয়ে
দাপিয়ে চলার গতি,
নিজের স্বার্থ করতে আদায়
করছো পরের ক্ষতি।
ক্ষতির শিকার হচ্ছে যারাই
ফেলছে চোখের জল,
কষ্টে জীবন কান্নায় ভাঙে
হারছে মনের বল।
স্বার্থ নেশায় ঢাকনি পরলে
আসবে না তার জয়,
লোভ ত্যাগে যার জীবন যাপন
দেবতা সেজন হয়।
চোখের ঢাকনি যদি না থাকতো
দেখতে নিজের ভুল,
লোভ যত যার থাকতো না আর
বুঝতে পাপের মূল।