ঢাকা | বঙ্গাব্দ

শিক্ষার্থীদের উদ্ভাবনে সহায়তা দিতে ২ মিলিয়ন ডলারের ‘স্টার্টআপ ফান্ড’ ঘোষণা করলো মার্কিন বিশ্ববিদ্যালয়

  • আপলোড তারিখঃ 27-06-2025 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 34004 জন
শিক্ষার্থীদের উদ্ভাবনে সহায়তা দিতে ২ মিলিয়ন ডলারের ‘স্টার্টআপ ফান্ড’ ঘোষণা করলো মার্কিন বিশ্ববিদ্যালয় ছবির ক্যাপশন: কনভোকেশনে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও শিক্ষকরা
ad728

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (WUST) শিক্ষার্থীদের উদ্ভাবনী উদ্যোগে সহায়তা দিতে ২ মিলিয়ন মার্কিন ডলারের 'স্টার্টআপ ফান্ড' চালুর ঘোষণা দিয়েছে। বিশ্ববিদ্যালয়ের ক্লাস অব ২০২৫-এর কনভোকেশন অনুষ্ঠানে এ ঘোষণা দেন চ্যান্সেলর ইঞ্জিনিয়ার আবুবকর হানিপ

সম্প্রতি আলেকজান্দ্রিয়া সিটি হাই স্কুলের অডিটোরিয়ামে অনুষ্ঠিত এ আয়োজনে ২৬৩ জন গ্র্যাজুয়েট তাদের সনদ গ্রহণ করেন। দেশি-বিদেশি শিক্ষার্থীদের অংশগ্রহণে আয়োজিত এ কনভোকেশনে বাংলাদেশি শিক্ষার্থীরাও উপস্থিত ছিলেন।

চ্যান্সেলর আবুবকর হানিপ বলেন, “যে কোনো উদ্ভাবনী ধারণা—যা বাস্তব কোনো সমস্যার কার্যকর সমাধানে সক্ষম—তা বাস্তবায়নে এই স্টার্টআপ ফান্ড থেকে সহায়তা দেওয়া হবে। শিক্ষার্থীদের চিন্তা ও সৃজনশীলতাকে এগিয়ে নিতে বিশ্ববিদ্যালয় প্রতিশ্রুতিবদ্ধ।”

কনভোকেশন অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন: নিউইয়র্ক সিটি সিভিল কোর্টের বিচারক সোমা সাঈদ , ভার্জিনিয়া সিনেটর সাদ্দাম আজলান সেলিম, লাউডন কাউন্টির কোষাধ্যক্ষ হেনরি আইকেলবার্গ। তারা শিক্ষার্থীদের উদ্দেশে অধ্যবসায়, নেতৃত্ব, এবং সামাজিক দায়িত্ববোধ নিয়ে বক্তব্য রাখেন।

WUST-এ বর্তমানে বিশ্বের বিভিন্ন দেশের শিক্ষার্থীরা অধ্যয়ন করছেন। বাংলাদেশ থেকেও উল্লেখযোগ্য সংখ্যক শিক্ষার্থী সেখানে পড়াশোনা করছেন। বিশ্ববিদ্যালয়টি উদ্যোক্তা মনোভাব ও প্রযুক্তিনির্ভর শিক্ষা প্রদানে কাজ করছে।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, একাডেমিক শিক্ষার পাশাপাশি বাস্তব জীবনের চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুতির অংশ হিসেবেই এই ধরনের সহায়তা কার্যক্রম চালু রাখা হয়েছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে।


নিউজটি পোস্ট করেছেনঃ নিউজ ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

‎লোগাং-এ জুলাই গন অভ্যুত্থানের বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত