ঢাকা | বঙ্গাব্দ

চট্টগ্রামের পটিয়ায় চাকরিচ্যুতদের অবরোধে ব্যাংকের লেনদেন বন্ধ

চট্টগ্রাম মহানগরের পটিয়ায় ব্যাংক কর্মকর্তাদের চাকরিচ্যুতির প্রতিবাদে চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন চাকরিচ্যুত কর্মকর্তা-কর্মচারীরা। বিক্ষোভ আর অবরোধে অচল হয়ে পড়েছে ব্যাংকের সব কার্যক্রম।
  • আপলোড তারিখঃ 10-08-2025 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 40388 জন
চট্টগ্রামের পটিয়ায় চাকরিচ্যুতদের অবরোধে ব্যাংকের লেনদেন বন্ধ ছবির ক্যাপশন: চাকরিচ্যুতরা পটিয়া থানা মোড়ে অবস্থান
ad728


আমিনুল হক,নিজস্ব প্রতিনিধি:

চট্টগ্রাম মহানগরের পটিয়ায় ব্যাংক কর্মকর্তাদের চাকরিচ্যুতির প্রতিবাদে চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন চাকরিচ্যুত কর্মকর্তা-কর্মচারীরা। বিক্ষোভ আর অবরোধে অচল হয়ে পড়েছে ব্যাংকের সব কার্যক্রম। 

রোববার (১০আগস্ট)সকাল ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত শতাধিক চাকরিচ্যুত কর্মকর্তা-কর্মচারী পটিয়া আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে অবস্থান নেন। এরপর তারা চট্টগ্রাম -কক্সবাজার মহাসড়কে কয়েক দফা বিক্ষোভ মিছিল করেন।


বিক্ষোভ শেষে তারা পটিয়া সদরের বিভিন্ন ব্যাংকের মূল ফটকে ব্যানার টানিয়ে তালা ঝুলিয়ে দেন।এতে  গ্রাহকরা ব্যাংকে প্রবেশ করতে না পারায় ব্যাংকের লেনদেনও বন্ধ হয়ে যায়।



অবশেষে তারা পটিয়া থানার মোড়ে অবস্থান নিলে এসময় পটিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারহানুর রহমান, পটিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার আরিফুর রহমান এবং পটিয়া থানার ওসি নুরুজ্জামান আন্দোলনকারীদের অনুরোধ জানান, যাতে জনসাধারণের ভোগান্তি না হয়।


আন্দোলনে নেতৃত্বে থাকা মফিজুল ইসলাম চৌধুরী জানান, ‘আমরা শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালন করছি। আজ বিকাল পর্যন্ত পটিয়ায় সব ব্যাংকে লেনদেন বন্ধ থাকবে।


অবরোধ ও বিক্ষোভ কর্মসূচিতে অংশ নেওয়া চাকরিচ্যুতরা অভিযোগ করেন, অন্যায়ভাবে তাদের চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। দ্রুত পুনর্বহাল ও ক্ষতিপূরণের দাবিতে তারা আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন।


পটিয়া পূবালী ব্যাংক শাখার ব্যবস্থাপক বিপ্লব চক্রবর্তী জানান, আমরা সকালে ব্যাংকে প্রবেশের সুযোগ পাইনি। এখনও শাখার বাইরে অবস্থান করছি।যার কারণে ব্যাংকের কোনো ধরনের লেনদেন সম্ভব হচ্ছে না। গ্রাহকরা লেনদেনের জন্য এসে হতাশ হয়ে ফিরে যাচ্ছেন।


নিউজটি পোস্ট করেছেনঃ ADMIN

কমেন্ট বক্স
notebook

পানছড়িতে সেনাবাহিনী ও ইউপিডিএফ (মূল) এর মধ্যে গুলিবিনিময়, অত্যাধুনিক অস্ত্র উদ্ধার।