ঢাকা | বঙ্গাব্দ

১লা রমজান থেকে নতুন সূচিতে চলবে অফিস

মুসলমানদের সিয়াম সাধনার মাস রমজান।সেই বিবেচনাকে সামনে রেখেই রমজান মাসে সরকারি অফিসের সূচিতেও পরিবর্তন আনা হয়েছে। অন্যান্য বছরের মতো এবারও রমজানে সরকারি অফিস চলবে সকাল ৯টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত।
  • আপলোড তারিখঃ 02-03-2025 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 7308 জন
১লা রমজান থেকে নতুন সূচিতে চলবে অফিস ছবির ক্যাপশন: প্রতিকী ছবি
ad728

আজকের ইফতার : ৬-০৩ মিঃ


আমিনুল হক :

মুসলমানদের সিয়াম সাধনার মাস রমজান।সেই বিবেচনাকে সামনে রেখেই  রমজান মাসে সরকারি অফিসের সূচিতেও পরিবর্তন আনা হয়েছে। অন্যান্য বছরের মতো এবারও রমজানে সরকারি অফিস চলবে সকাল ৯টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত।


হিজরি ১৪৪৬ (২০২৫ খ্রিষ্টাব্দ) সালের পবিত্র রমজানের সেহরি ও ইফতারের সময় বিবেচনা করে সকল সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও আধা-স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের জন্য অফিস সময়সূচি নির্ধারণ করে জনপ্রশাসন মন্ত্রণালয় প্রজ্ঞাপন জারি করেছে ।


রমজান মাসে দুপুর সোয়া ১টা থেকে দেড়টা পর্যন্ত জোহরের নামাজের বিরতি থাকবে। সাপ্তাহিক ছুটি আগের মতই শুক্র ও শনিবার থাকবে।


ব্যাংক, বীমা, আর্থিক প্রতিষ্ঠান, ডাক, রেলওয়ে, হাসপাতাল ও রাষ্ট্রায়ত্ত শিল্পপ্রতিষ্ঠান, কলকারখানা এবং অন্যান্য জরুরি সেবাদানকারী প্রতিষ্ঠান নিজস্ব আইন অনুযায়ী জনস্বার্থ বিবেচনা করে সময়সূচি নির্ধারণ ও অনুসরণ করার কথা বলা হয়েছে। সুপ্রিম কোর্ট ও এর আওতাধীন সকল কোর্টের সময়সূচি সুপ্রিম কোর্ট নির্ধারণ করবে প্রজ্ঞাপনে জানিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়।


নিউজটি পোস্ট করেছেনঃ ADMIN

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

গফরগাঁওয়ে খালেদা জিয়ার দীর্ঘায়ু ও সুস্থতা কামনায় দোয়া ও ইফতার মাহফিল