ঢাকা | বঙ্গাব্দ

মাইলস্টোন ট্র্যাজেডিঃ গফরগাঁওয়ে গাজীপুরশাহীন ক্যাডেট একাডেমির দোয়া অনুষ্ঠান

  • আপলোড তারিখঃ 23-07-2025 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 10977 জন
মাইলস্টোন ট্র্যাজেডিঃ গফরগাঁওয়ে গাজীপুরশাহীন ক্যাডেট একাডেমির দোয়া অনুষ্ঠান ছবির ক্যাপশন: ফাইল ছবি
ad728

গফরগাঁও (ময়মনসিংহ) প্রতিনিধিঃ ঢাকার উত্তরার মাইলস্টোন স্কুল এ্যান্ড৷ কলেজে সম্প্রতি ঘটে যাওয়া মর্মান্তিক প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় নিহতদের রুহের মাগফিরাত ও আহতদের দ্রুত সুস্থতা কামনায় গাজীপুরশাহীন ক্যাডেট একাডেমি গফরগাঁও শাখা উদ্যোগে এক দোয়া ও মোনাজাতের আয়োজন করা হয়।
মঙ্গলবার (২২ জুলাই) সকালে গাজীপুরশাহীন ক্যাডেট একাডেমি গফরগাঁও শাখা সকল শিক্ষক ও শিশু  শিক্ষার্থীদের অংশগ্রহণে এই শোকসভা ও দোয়া অনুষ্ঠানে পরিবেশ ছিল আবেগঘন ও শ্রদ্ধায় নত।  
গাজীপুরশাহীন ক্যাডেট একাডেমি গফরগাঁও শাখার পরিচালক আকলিমা আক্তার সাথী'র সভাপতিত্বে অনুষ্ঠিত দোয়া ও মোনাজাত অনুষ্ঠানে নিহতদের প্রতি গভীর শ্রদ্ধা ও পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়। একাডেমির পরিচালক আকলিমা আক্তার সাথী জানান, দেশব্যাপী যেকোনো দুর্যোগে ও শোকাবহ ঘটনায় মানবিকতা ও সহমর্মিতা প্রকাশের অংশ হিসেবে এ ধরনের কর্মসূচি ভবিষ্যতেও অব্যাহত থাকবে। দোয়া মোনাজাত অনুষ্ঠানে একাডেমির শিক্ষক শিক্ষিকা ও সকল ছাত্র-ছাত্রীরা অংশগ্রহণ করেন।
প্রসঙ্গত, সোমবার (২১ জুলাই) দুপুরে বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধবিমান রাজধানীর উত্তরার দিয়াবাড়ি এলাকায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বিধ্বস্ত হয়। এতে স্কুলের বহু শিক্ষার্থী হতাহত হয়। এ ঘটনায় এখন পর্যন্ত ৩১ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।


নিউজটি পোস্ট করেছেনঃ নিউজ ডেস্ক

কমেন্ট বক্স
notebook

‎লোগাং-এ জুলাই গন অভ্যুত্থানের বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত