শরীয়তপুর প্রতিনিধি: শরীয়তপুরের জাজিরায় বিএনপি নেতা খবির উদ্দিন সরদার হত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন, জাজিরা পৌরসভার সভাপতি কাজী নজরুল ইসলাম ও সাধারণ সম্পাদক কেএম কামরুজ্জামান মিলন।
মঙ্গলবার (২৬ আগস্ট ২০২৫) নেতৃদ্বয় এক যৌথ প্রতিবাদ বিবৃতিতে জানান, শরীয়তপুর জেলার জাজিরা উপজেলার বড়কান্দী ইউনিয়ন বিএনপির যুগ্ম আহবায়ক ও বড়কান্দী ইউনিয়ন কৃষকদলের সাবেক সভাপতি, ন্যায়পরায়ণ, প্রতিবাদী কন্ঠস্বর খবির উদ্দিন সরদারকে ২৬/০৮/২০২৫ তারিখ রাত আনুমানিক ৯ ঘটিকায় আওয়ামী যুবলীগ ও ছাত্রলীগের চিহ্নিত সন্ত্রাসী আলমাছ সরদার ও আকাশ মৃধা গং পরিকল্পিত ভাবে অতর্কিত হামলা করে নির্মমভাবে হত্যা করে। জাজিরা পৌরসভা বিএনপি ও সকল অঙ্গসংগঠনের পক্ষ থেকে এই হত্যাকান্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই এবং খুনিদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী করছি।