রফিকুল ইসলাম খান, গফরগাঁও প্রতিনিধিঃ ময়মনসিংহের গফরগাঁওয়ে মুক্তিযুদ্ধকালীন সময়ে পাক-হানাদার বাহিনীর সাথে মশাখালী রেলব্রিজ এলাকায় ইতিহাসখ্যাত যুদ্ধে নিহত পাঁচ শহীদের গণকবর জিয়ারত করেছেন ময়মনসিংহ (দক্ষিণ) জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলমগীর মাহমুদ আলম।
গত রোববার (২৫ মে) বিকেলে উপজেলার মশাখালী ইউনিয়নের শিলাবাজার সূতিয়া নদীর পাড়ে অবস্থিত পাঁচ শহীদের কবর জিয়ারতকালে উপস্থিত ছিলেন বিএনপি ও তার অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
এছাড়াও তিনি মশাখালী ইউনিয়নের সাবেক সভাপতি হিরন শাহ এবং শাহ সূফী মিশকিন (রহ:) এর কবর জিয়ারত করে আত্মার মাগফিরাত কামনা করেন।
এসময় জেলা দক্ষিণ বিএনপির যুগ্ম আহবায়ক আলমগীর মাহমুদ আলম বলেন, জাতির শ্রেষ্ঠ সন্তানরা যেখানে শায়িত আছেন তাদের গণকবর সংস্কার করে বীরত্বপূর্ণ অবদানের কথা ইতিহাসের পাতায় তুলে আনতে হবে।
এ সময় তার সফরসঙ্গী হিসেবে ছিলেন ময়মনসিংহ (দক্ষিণ) জেলা উলামা দলের সাবেক সভাপতি এখলাস উদ্দিন বাবুল, পৌর বিএনপির সাবেক আহবায়ক ফজলুল হক,
গফরগাঁও উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আবু সাঈদ মাস্টার ও ফখরুল হাসান, বিএনপি নেতা মাহবুবুর রহমান মোহন, পৌর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আবু সায়েম, পৌর বিএনপির সাবেক সদস্য জয়নাল আবেদিন চাঁনু,
পাগলা থানা বিএনপির সাবেক সদস্য ডাক্তার মান্নান, মোসাদ্দেক হোসেন মানিক, এসকে বাচ্চু, ফেরদৌস মেম্বার, পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মাহবুবুল ইসলাম ইমন, জেলা যুবদলের সদস্য সারোয়ার আলমসহ স্থানীয় বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও অন্যান্য সহযোগী সংগঠনের নেতাকর্মীবৃন্দ।