ঢাকা | বঙ্গাব্দ

কচুয়ায় সুপেয় পানির পেতে, দখলকৃত জলাশয় মুক্ত করতে বললেন- সরদার জাহিদ।

  • আপলোড তারিখঃ 23-09-2025 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 41997 জন
কচুয়ায় সুপেয় পানির পেতে, দখলকৃত জলাশয় মুক্ত করতে বললেন- সরদার জাহিদ। ছবির ক্যাপশন: ফাইল ছবি
ad728

নিজস্ব সংবাদদাতা কচুয়া( বাগেরহাট) 
কচুয়ার বিভিন্ন এলাকায়  সুপেয় পানির প্রচুর অভাব, আর এই সুপেয়  পানি পাওয়ার জন্য    দখলকৃত জলাশয় মুক্ত করার জন্য উপজেলা প্রশাসনকে -পরামর্শ দিলেন উপজেলা বিএনপির সভাপতি  সরদার জাহিদ।উপজেলা মাসিক আইন-শৃঙ্খলা বিষয়ক সভায় তিনি এ কথাগুলো বলেন।

সোমবরা (২২ সেপ্টেম্বর} দুপুর ১২ টায় কচুয়া উপজেলা সভাকক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে কচুয়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ আলী হাসান এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রদীপ কুমার দাস,কচুয়া উপজেলা বিএনপির সভাপতি সরদার জাহিদ,কচুয়া উপজেলা জামায়েত এর আমীর মাওলানা রফিকুল ইসলাম, কচুয়া থানা অফিসার ইনচার্জ মোঃ শামীম আহমেদ।
এছারা উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ হাসান মাহামুদ,ফায়ার সার্ভিস স্টেশন অফিসার শেখ মোঃ মামুনুর রশীদ, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. আলী,উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আকবর হোসেন,কচুয়া উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ হাসিবুর রহমান,উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মানিক অধিকারী, আইসিটি কর্মকর্তা মোয়াজ্জেম হোসেন রাসেল, কচুয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক উজ্জ্বল কুমার দাস প্রমুখ। 
আইনশৃঙ্খলা সভায় বিভিন্ন বিষয়ের পাশাপাশি উপজেলা বিএনপির সভাপতি সরদার জাহিদ বলেন,মাছ চাষ না করে বিভিন্ন সরকারি জলাশয় গুলো দখলমুক্ত করা জরুরী। এগুলো যদি দখলমুক্ত করা যায় তবে জনসাধারণ সুপেয় পানি পাবেন।


নিউজটি পোস্ট করেছেনঃ নিউজ ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

আমি দলে কোন্দল দেখতে চাইনা, যদি কারও কোন্দলে দল ভোট কম পায়, তাকে ক্ষমা করা হবেনা। বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা এড. ফজলুর রহমান