ঢাকা | বঙ্গাব্দ

বাজিতপুর উপজেলা বিএনপির সম্মেলন স্থগিত: অভ্যন্তরীণ কোন্দলে অনিশ্চিত নেতৃত্ব গঠন

পাঁচ বছর আগে আহ্বায়ক কমিটি গঠনের পর বহুল প্রতীক্ষিত বাজিতপুর উপজেলা বিএনপির সম্মেলন আগামীকাল শনিবার (৫ জুলাই) হওয়ার কথা ছিল। কিন্তু সম্মেলন ঘিরে দলের অভ্যন্তরীণ কোন্দল ও বিভেদ চরমে উঠায় তা স্থগিত করা হয়েছে। সম্মেলন ঘিরে আইনশৃঙ্খলার অবনতির আশঙ্কায় জেলা বিএনপি আজ শুক্রবার সকালে সম্মেলন স্থগিতের সিদ্ধান্ত জানিয়ে দেয় উপজেলা কমিটির নেতাদের।
  • আপলোড তারিখঃ 04-07-2025 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 28944 জন
বাজিতপুর উপজেলা বিএনপির সম্মেলন স্থগিত: অভ্যন্তরীণ কোন্দলে অনিশ্চিত নেতৃত্ব গঠন ছবির ক্যাপশন: ফাইল ছবি
ad728

বাজিতপুর উপজেলা বিএনপির সম্মেলন স্থগিত: অভ্যন্তরীণ কোন্দলে অনিশ্চিত নেতৃত্ব গঠন


ইফরানুল হক সেতু, বাজিতপুর প্রতিনিধি :


পাঁচ বছর আগে আহ্বায়ক কমিটি গঠনের পর বহুল প্রতীক্ষিত বাজিতপুর উপজেলা বিএনপির সম্মেলন আগামীকাল শনিবার (৫ জুলাই) হওয়ার কথা ছিল। কিন্তু সম্মেলন ঘিরে দলের অভ্যন্তরীণ কোন্দল ও বিভেদ চরমে উঠায় তা স্থগিত করা হয়েছে। সম্মেলন ঘিরে আইনশৃঙ্খলার অবনতির আশঙ্কায় জেলা বিএনপি আজ শুক্রবার সকালে সম্মেলন স্থগিতের সিদ্ধান্ত জানিয়ে দেয় উপজেলা কমিটির নেতাদের।


জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, "সম্মেলনের ব্যাপারে প্রত্যাশা ছিল, কিন্তু মতবিরোধের কারণে জোর করে নেতৃত্ব চাপিয়ে দেওয়া দলের জন্য ভালো হবে না। আলোচনা সাপেক্ষে নতুন তারিখ নির্ধারণ করা হবে।"


উল্লেখ্য, বাজিতপুর উপজেলা বিএনপির সর্বশেষ সভাপতি ছিলেন সাবেক সংসদ সদস্য মুজিবুর রহমান (মঞ্জু)। তাঁর মৃত্যুর পর দীর্ঘ সময় ধরে পূর্ণাঙ্গ কমিটি গঠন হয়নি। পাঁচ বছর আগে গঠিত আহ্বায়ক কমিটির পর এবার নতুন নেতৃত্ব গঠনের লক্ষ্যে সম্মেলনের উদ্যোগ নেওয়া হলেও তা বাস্তবায়ন হলো না।


সম্মেলন স্থগিতের পেছনে মূল বিরোধ দেখা দেয় শেখ মজিবুর রহমান (ইকবাল) ও মনিরুজ্জামান মনিরের নেতৃত্বাধীন অংশের বিরুদ্ধে এককভাবে সম্মেলনের প্রস্তুতির অভিযোগ নিয়ে। এ নিয়ে বাজিতপুর পৌর বিএনপির সভাপতি এহসান কুফিয়ার নেতৃত্বে দলের একাংশ সম্মেলনের বিরোধিতা করে। তাঁদের দাবি ছিল, কাউকে বাদ দিয়ে নয়, সবার অংশগ্রহণে সম্মেলন হওয়া উচিত।


বিরোধীপক্ষ ২ জুলাই বাজিতপুর বাজারে বিক্ষোভ ও সমাবেশ করে সম্মেলন স্থগিতের জোর দাবি তোলে। এরপর পরিস্থিতি ঘোলাটে হয়ে ওঠে এবং শেষ পর্যন্ত সম্মেলন স্থগিত করা হয়।


এহসান কুফিয়া বলেন, “দলের ভালোর জন্যই আমরা সম্মেলন স্থগিতের দাবি জানিয়েছি। সম্মেলন স্থগিত হওয়ায় দল রক্ষা পাবে। আমরা চাই সবাইকে নিয়েই নেতৃত্ব গঠিত হোক।”


এই ঘটনায় বাজিতপুর উপজেলা বিএনপির অভ্যন্তরীণ দ্বন্দ্ব আরও প্রকাশ্যে এসেছে এবং নতুন নেতৃত্ব গঠন আপাতত অনিশ্চয়তায় পড়েছে।


নিউজটি পোস্ট করেছেনঃ ADMIN

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

সাপাহারে জুলাই অভ্যুত্থান দিবস উপলক্ষে ইসলামী আন্দোলনের সমাবেশ ও গণমিছিল